শুভ বুদ্ধ জয়ন্তী ২৫৬৯ উদযাপন করলো চবি’র সম্মিলিত বৌদ্ধ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || বৌদ্ধবার্তা ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত বৌদ্ধ শিক্ষার্থীদের আয়োজনে গত ২০ জুন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো শুভ বুদ্ধ জয়ন্তী -২৫৬৯ বুদ্ধবর্ষ। দিনব্যাপী আয়োজনে ছিল রক্তদান কর্মসূচি, শান্তি শোভাযাত্রা, পায়রা অবমুক্তকরণ, আলোচনা সভা, সম্প্রীতি সম্মেলন ও সঙ্গীত পরিবেশনা।

আলোচনা সভা ও সম্প্রীতি সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল মনুষ্যত্ব বিকাশে বুদ্ধবাণী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আল্-আমিন, এবং প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধতত্ত্ববিদ ও সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। উদ্বোধনী বক্তব্য দেন পালি বিভাগের সভাপতি ড. সুদীপ্তা বড়ুয়া
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পালি বিভাগের সহযোগী অধ্যাপক শাসনানন্দ বড়ুয়া রুপন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, লেখক ও প্রাবন্ধিক অমল বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া এবং যিশু বড়ুয়া। সভাপতিত্ব করেন জি. নিরোধানন্দ ভিক্ষু এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন জনি বড়ুয়া

শুভ বুদ্ধ জয়ন্তী ২৫৬৯ উদযাপন করলো চবি’র সম্মিলিত বৌদ্ধ শিক্ষার্থী

শুভ বুদ্ধ জয়ন্তী আয়োজনের শুরুতে মঙ্গলাচরণ পরিচালনা করেন শিক্ষার্থী জ্ঞানপ্রিয় ভিক্ষু, এবং উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বেতার শিল্পী প্রিয়ন্তি বড়ুয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান “হিংসায় উন্মত্ত পৃথ্বী”

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বরেণ্য তিনজন প্রাক্তন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়:
প্রফেসর ড. বেণু প্রসাদ বড়ুয়া, প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়াপ্রফেসর সুমঙ্গল বড়ুয়া

এই বুদ্ধ জয়ন্তী উপলক্ষে “চেতিয়গাম” নামে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়, যা সম্পাদনা করেন জ্ঞানপ্রিয় ভিক্ষু। এছাড়া, বুদ্ধ জয়ন্তী ২৫৬৯ উপলক্ষে বিশেষভাবে তৈরি বর্ষপঞ্জি ও টি-শার্ট উপস্থিতদের মাঝে বিতরণ করা হয়।

রক্তদানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা বাস্তবায়নে সহায়তা করে রাউজান ব্লাড ব্যাংক

দিনশেষে মধ্যাহ্নভোজ এবং রবীন্দ্রসংগীত পরিবেশনার মাধ্যমে এই মহতী অনুষ্ঠান শেষ হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের ধর্মীয় ও মানবিক চেতনা জাগ্রত করার পাশাপাশি শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *