পরিত্রাণ প্রার্থনা পালি

পরিত্রাণ প্রার্থনা: বৌদ্ধ ধর্মে পরিত্রাণ বা আশীর্বচনমূলক সূত্র পাঠ এক গভীর আধ্যাত্মিক অনুশীলন, যা জীবনের প্রতিকূলতা থেকে রক্ষা, সুস্থতা, কল্যাণ এবং মঙ্গল লাভের জন্য শ্রদ্ধাভরে উচ্চারণ করা হয়। এই প্রার্থনায় ব্যক্তির আত্মিক প্রশান্তি, দৈহিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনার পাশাপাশি সর্বপ্রকার দুঃখ, ভয়, রোগ ও অন্তরায় থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ পায়।

ভিক্ষুদের উদ্দেশে তিনবার করা এই বিনীত অনুরোধ—যেন তাঁরা পরিত্রাণ সূত্র পাঠ করেন—এটি একটি প্রাচীন পদ্ধতি, যার মাধ্যমে শ্রদ্ধালু ব্যক্তিরা বিশ্বাস করেন যে, পরম মঙ্গল তাদের জীবনে বর্ষিত হবে। এটি কেবল একটি ধর্মীয় আচরণ নয়, বরং এক বিশ্বস্ত হৃদয়ের গভীর প্রার্থনা—শুদ্ধ চিত্তে সুখ, শান্তি ও সুরক্ষার পথে অগ্রসরণের অনন্য আহ্বান।

এই পরিত্রাণ প্রার্থনা, তার শব্দের পবিত্রতা ও অর্থের গভীরতায়, আত্মিক সুরক্ষার আশ্রয় হয়ে ওঠে। এখন চলুন, সেই মহৎ প্রার্থনার বাণী হৃদয়ে ধারণ করি। মুখে মুখে বলি ও শিখি এক সাথে:

পরিত্রাণ প্রার্থনা পালি

প্রতিকী ছবি

পরিত্রাণ প্রার্থনা পালি

ভন্তে, বিপত্তি পটিবাহায সব্বসম্পত্তি সিদ্ধিযা সব্বদুক্খা বিনাসায সব্বভয-বিনাসায, সব্বরোগ-বিনাসায, সব্বন্তরায় বিনাসায় সব্ব উপদ্দবা বিনাসায ভবে দীঘাযু-দাকং চিত্তং উজুং করিত্বান পরিত্তং ব্রুথ মঙ্গলং॥

দুতিযম্পি, ভন্তে, বিপত্তি পটিবাহায সব্বসম্পত্তি সিদ্ধিযা সব্বদুক্খা বিনাসায সব্বভয-বিনাসায, সব্বরোগ-বিনাসায, সব্বন্তরায় বিনাসায় সব্ব উপবা বিনাসায ভবে দীঘাযু-দাকং চিত্তং উজুং করিত্বান পরিত্তং ব্রুথ মঙ্গলং॥

ততিযম্পি, ভন্তে, বিপত্তি পটিবাহায সব্বসম্পত্তি সিদ্ধিযা সব্বদুক্খা বিনাসায সব্বভয-বিনাসায, সব্বরোগ-বিনাসায, সব্বন্তরায় বিনাসায় সব্ব উপবা বিনাসায ভবে দীঘাযু-দাকং চিত্তং উজুং করিত্বান পরিত্তং ব্রুথ মঙ্গলং॥

বাংলা অনুবাদ

হে ভিক্ষুগণ, আমি আপনাদের অনুরোধ করছি—যেন এই প্রার্থনার মাধ্যমে সকল প্রকার বিপদ দূরীভূত হয়, জীবনের সমস্ত কল্যাণকর সম্পদের অর্জন সফল হয়, জীবনের যন্ত্রণাদায়ক সকল দুঃখ বিলীন হয়ে যায়, ভয় ও শঙ্কা থেকে মুক্তি পাওয়া যায়, শরীর ও মনে কোনো রোগ না থাকে, পথের সব বাধা ও অন্তরায় দূর হয়ে যায় এবং কোনো রকম উপদ্রব বা অশুভ পরিস্থিতি আমাদের স্পর্শ না করে। যেন এই জীবনে দীর্ঘায়ু লাভ হয় এবং মন সৎ, সোজা ও স্থির থাকে—এই উদ্দেশ্যে আপনি মঙ্গলময় পরিত্রাণ পাঠ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *