রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের সাতঘরিয়া পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে সম্প্রতি এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে, যা স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। ভিক্ষুকে জিম্মি করে দানবাক্সসহ মূল্যবান সামগ্রী লুটের ঘটনায়, নিরাপত্তা জোরদারের দাবি করেছে স্থানীয়রা।
৩ জুন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মুখোশধারী চার থেকে পাঁচজনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বিহারে হানা দেয়। ডাকাতরা বিহারের একটি জানালার গ্রিল কেটে প্রবেশ করে এবং পরে মূল দরজা খুলে ভিতরে ঢোকে। সেই সময় বিহারের অধ্যক্ষ ভিক্ষু দীপানন্দ থের শব্দ পেয়ে নিজ কক্ষ থেকে বের হলে এক ডাকাত তাকে লোহার রড দিয়ে আঘাতের চেষ্টা করে। পরে তাকে ছুরি ধরে জিম্মি করা হয়।
অধ্যক্ষের ভাষ্যমতে, ডাকাতরা বিহারের দানবাক্স ভেঙে নগদ অর্থ, তার কাছে থাকা প্রায় ১৮ হাজার টাকা, দুটি স্মার্টফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এই ভয়াবহ ঘটনার পর ভিক্ষু সহ বিহারের অন্য বাসিন্দারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
খবর পেয়ে সকালে বিহার পরিদর্শনে যান স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী। তিনি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমাদের বিহারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।” তিনি আরও জানান, দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।
এ ঘটনার বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন কবির মৃধা জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে এর আগেও দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছিল। এবার রাতে সংঘটিত এমন বেপরোয়া ডাকাতি নতুন করে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৌদ্ধবার্তা — বুদ্ধের বাণী ও বৌদ্ধ সমাজের নির্ভরযোগ্য কণ্ঠস্বর। আমরা বিশ্বব্যাপী বৌদ্ধদের সংবাদ, সংস্কৃতি, আচার-অনুষ্ঠান ও ভাবনার আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ। সত্য, শান্তি ও প্রজ্ঞার পথে আমরা একসাথে এগিয়ে চলি। আমাদের ফেইজবুক পেইজ লাইক ও ফলো করে রাখার জন্য অনুরোধ করছি। পেইজবুক পেইজ Follow করার জন্য এখানে ক্লিক করুন।
বৌদ্ধবার্তা | নিউজ ডেস্ক