আধুনগরে নবনির্মিত জাদী নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

লোহাগাড়া, চট্টগ্রাম | ২০ জুন ২০২৫:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ক্যামেলিয়াপাড়া গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন বৌদ্ধ পূণ্যতীর্থ “আধুনগর জ্ঞান বিকাশ বিহার”-এ নবনির্মিত ভবনের তৃতীয় তলায় জাদী বা চৈত্য নির্মাণের শুভ সূচনা করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে পূজনীয় ভিক্ষু সংঘের মঙ্গলবানী পাঠ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাদী নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মান্যবর উপ-সংঘরাজ ভদন্ত ধর্মদর্শী মহাথেরো, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মদূত ভদন্ত শীলজ্যোতি মহাথেরো, বিশিষ্ট ধর্মপ্রচারক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো, ভদন্ত সুরিয়াতিলক ভিক্ষু, ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু, এবং আরও অনেকে।

তাদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানটি স্থানীয় দায়ক-দায়িকা ও ভক্তবৃন্দের মধ্যে গভীর শ্রদ্ধা ও আনন্দের সঞ্চার করেছে।

আধুনগরে নবনির্মিত জাদী নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

এই জাদী নির্মাণের একক দাতা হচ্ছেন প্রয়াত ডা. সুরঞ্জন বড়ুয়ার পরিবারবর্গ, যাঁরা বহু বছর ধরে বৌদ্ধ ধর্ম ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। দাতা পরিবারের সদস্যরা হলেন: ডা. খোকন বড়ুয়া টিটু, ডা. দীপংকর বড়ুয়া, রূপংকর বড়ুয়া, এবং ইঞ্জিনিয়ার সুকান্ত বড়ুয়া রানা। তাঁদের পিতা প্রয়াত ডা. সুরঞ্জন বড়ুয়া ছিলেন আধুনগরের একজন সম্মানিত ব্যক্তি এবং বৌদ্ধ ধর্মের একজন একনিষ্ঠ অনুসারী।

নবনির্মিত জাদী নির্মাণের মূল কারুশিল্পী হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষ শিল্পী বাবু উত্তম বড়ুয়া, যিনি উখিয়া থেকে এসে কাজটি পরিচালনা করছেন। তাঁর শৈল্পিক দক্ষতা এবং ধর্মীয় স্থাপত্য সম্পর্কে গভীর জ্ঞান ভবনের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই মহতী উদ্যোগটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করছে আধুনগর জ্ঞান বিকাশ বিহার সেবা কমিটিনতুন ভবন নির্মাণ কমিটি। তাঁদের নিবেদিত প্রচেষ্টায় বিহারটি একটি আধুনিক ও ধর্মীয় ঐতিহ্যে সমৃদ্ধ কেন্দ্রে পরিণত হচ্ছে।

অনুষ্ঠান শেষে স্থানীয় ও অতিথি দায়ক-দায়িকারা বিহার প্রাঙ্গণে ভিক্ষু সংঘের সঙ্গে ধর্মীয় আলোচনা ও পিণ্ডদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুশাসনের চর্চা এবং বৌদ্ধ সংস্কৃতির বিকাশে এই জাদী নির্মাণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *