আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের অনুষ্ঠান

আষাঢ়ী পূর্ণিমা: আগমী ১২ জুলাই  (উখিয়া ভিক্ষু সংঘরাজ ভিক্ষু সমিতি’র পঞ্জিকা মতে) বৌদ্ধদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা। দিনটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের পক্ষ থেকে পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সর্বস্তরের দায়ক-দায়ীকগণের উপস্থিতি ও সহযোগীতা কামনা করেছেন আয়োজক কমিটি।

আষাঢ়ী পূর্ণিমা উদযাপন উদ্দেশ্যে ছাপানো শুভেচ্ছাপত্রে সকলকে আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি, প্রকৌ: দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক, ভিক্ষু সুনন্দপ্রিয় ভান্তে ও অর্থ সম্পাদক উত্তম কুমার বড়ুয়া।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের অনুষ্ঠান

আয়োজক কমিটির সৌজন্যে, বৌদ্ধবার্তা’র পাঠকদের উদ্দেশ্যে শুভেচ্ছাপত্রটি নিচে দেওয়া হলো-

প্রিয় মহোদয়,

শুভ আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।

এ দিনে মাতৃদেবীর জটরে রাজকুমার সিদ্ধার্থের প্রতিসন্ধি গ্রহণ ও মহাঅভিনিষ্ক্রমণ বা গৃহত্যাগ। ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর সারনাথের ইসিপতন মৃগদাবে পঞ্চবর্গীয় ভিক্ষুদের নিকট ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা এবং শ্রাবস্তীর গণ্ডম্ব বৃক্ষমূলে যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন ও মাতৃদেবীকে ধর্ম দেশনা প্রদানের জন্য স্বর্গে গমন। এ দিনটি বৌদ্ধদের জন্য তাৎপর্যময় ও পুণ্যময় দিন। আজ থেকেই বৌদ্ধদের ত্রৈমাসিক বর্ষাব্রত শুরু।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ১৩ জুলাই ২০২২ বুধবার, ঢাকার মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিবসটি উদযাপন করা হবে। এতে সভাপতিত্ব করবেন ভদন্ত ধর্মমিত্র মহাস্থবির, অধ্যক্ষ, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার।

উক্ত পুণ্যময় অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করি।

অনুষ্ঠান সূচী

প্রথম পর্ব

সময় কর্মসূচী
সকাল ৬:০১ মিনিটজাতীয় ও ধর্মীয় পতকা উত্তোলন
সকাল ৭:০০ মিনিটভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ
সকাল ১০:০০ মিনিটবুদ্ধপূজা ও শীল গ্রহণ
সকাল ১১.০০ মিনিটভিক্ষু সংঘের পিণ্ডদান

দ্বিতীয় পর্ব

সময়কর্মসসূচী
বিকাল ৫:০৫ মিনিটপবিত্র ত্রিপিটক থেকে পাঠ
বিকাল ৫:১০ মিনিটশুভ আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা সভা
ধর্মদেশনা: ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন।
সন্ধ্যা ৬:০৫ মিনিটপ্রদীপ পূজা ও আলোকসজ্জা
সন্ধ্যা ৬:৩০ মিনিটদেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনায় সমাবেশ প্রার্থনা।
শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!