শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ লাইভ খেলা: বিশ্বকাপ ২০২৩

শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড: চলমান বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড। এই পর্যন্ত ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ৪টি ম্যাচ খেলে ১টি করে ম্যাচ জিতেছে। বাকি ৩টি ম্যাচ হেরেছে উভয় দল। বর্তমানে শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলের ৭ নম্বরে এবং ৮ নম্বরে আছে ইংল্যান্ড। চলমান বিশ্বকাপে শক্তিশালী এই দুটি দলের অবস্থা করুন।

শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড বিশ্বকাপ আপডেট

  • খেলার স্থান: Chinnaswamy stadium, Bengaluru
  • খেলার সময়: England vs Sri Lanka, ODI World Cup 2023, October 26, 2:00 PM Local
  • খেলার ফলাফল: আপডেট করা হবে

>>বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সম্পূর্ণ খেলার সময়সুচী

শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ লাইভ খেলা: বিশ্বকাপ ২০২৩

শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা কোথায় দেখবেন

টেলিভিশন চ্যানেল, অনলাইন, ইউটিউভ, মোবাইল এপস এবং ফেইজবুক সব গুলো মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা। সবগুলো মাধ্যমের মধ্যে টেলিভিশনে খেলা দেখার অভিজ্ঞতা সবচেয়ে ভাল। বর্তমান বড় পর্দার টিভিগুলোতে খেলা দেখলে মনে হয় গ্যালারিতে বসে খেলা দেখা হচ্ছে। শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা দেখার জন্য মাধ্যম গুলোর ধারাবাহিক সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে।

শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা টিভিতে

বাংলাদেশে যে সব টিভি চ্যানেল শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা দেখাবে তাদের মধ্যে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল BTV, গাজী টিভি(GTV), টি-স্পোর্টস (T-Sports) ইত্যাদি অন্যতম।

ভারতে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ লাইভ খেলা দেখতে টিউন করুন Star Sports এর সবগুলো চ্যানেল। স্টার স্পোর্টস নেটওয়ার্কের আওতায় যে চ্যানেলগুলো শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা দেখাবে সেগুলো হলো-

Star Sports: Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 HD Hindi, Star Sports SELECT 1, Star Sports SELECT 1 HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Bangla, Star Sports 1 Marathi on Asianet Plus SD (For 9 India + Semis+ Final), Star Sports Select 1, Star Sports Select 1 HD ইত্যাদি।

মোবাইলে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা

মোবাইলে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর লাইভ খেলা দেখতে আপনি দুটি মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। ১টি বাংলাদেশী মোবাইল এপ্লিকেশন টপি (Toffey) এবং অন্যটি ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JioCinema)। তবে উল্লেখিত এপস দুটিতে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা দেখতে অবশ্য ‘ভিআইপি’ সাবস্ক্রিপশন কিনতে থাকতে হবে। তাই আমরা এখন সন্ধ্যান দেবো কিভাবে ফ্রিতে আজীবন মোবাইলে সকল খেলা দেখবেন।

ফ্রিতে মোবাইল ফোনে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ লাইভ খেলা

ফ্রিতে মোবাইল ফোনে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড খেলা লাইভ দেখতে Sportzfy Tv Application টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তবে বলে রাখা ভালো যে Sportzfy Tv মোবাইল এপসটি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে এবং কম্পিউটারে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।

>>শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা লিংক -০১

ফেইজবুকে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা কিভাবে দেখবেন

ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর খেলা সম্প্রচার করছে। ফেইজবুক ওপেন করে সার্চ অপশনে লিখুন “Sri Lanka Vs England Live” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।

Facebook এ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-

  • ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
  • ধাপ-০২: এবার লিখুন Sri Lanka Vs England Live
  • ধাপ-০৩: এরপর অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড লাইভ খেলা উপভোগ করুন।

যে সব টিভিতে বিশ্বকাপ ক্রিকেট লাইভ খেলা দেখাবে তার তালিকা

এলাকা (দেশ)টিভি চ্যানেল
বাংলাদেশগাজী টিভি (GTV), টি-স্পোর্টস (T-Sports), BTV
ভারতস্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports)
পাকিস্তানপিটিভি (PTV), এস্পোর্টস (Asports)
শ্রীলঙ্কাSLRC (Channel Eye) 
আফগানিস্তানRTA Sports, Ariana TV
মালেয়শিয়াAstro Cricket
নেপালStar Sports
অস্ট্রেলিয়াFox Sports, Channel 9, Kayo, Foxtal
যুক্তরাজ্যSky Sports Cricket
যুক্তরাষ্ট্রWillow TV, Willow Xtra
দক্ষিণ আফ্রিকাSuperSports
নিউজিল্যান্ডSky Sports, Sky Sports 3
কানাডাWillow TV Canada
ক্যারিবিয়ানESPN, ESPN 2
হংকংAstro Cricket (PCCW), Yupp Tv
সিঙ্গাপুরAstro Cricket (Singtel)
উত্তর-পূর্ব  এশিয়াYupp TV
মেনাEtisalat (Cricket Life Max), Starzpay
কেন্দ্রিয় ইউরোপYupp TV
পেসিফিক আইল্যান্ডসYupp TV
যে সব টিভি চ্যানেলে বিশ্বকাপ ক্রিকেট সরাসরি সম্প্রচার করবে তার তালিকা

Sri Lanka vs England Live Match

  • When: England vs Sri Lanka, ODI World Cup 2023, October 26, 2:00 PM Local
  • Where: Chinnaswamy stadium, Bengaluru

What to expect: As always, a flat wicket and scope for big runs. The only other World Cup 2023 game at this venue produced an opening stand of 259 and a first-innings total of 367/9. As for the weather, a pleasant evening is on the cards in Bengaluru.

Probable XI of England Vs Sri Lanka

England Probable XI: Dawid Malan, Jonny Bairstow, Joe Root, Ben Stokes, Harry Brook/Liam Livingstone, Jos Buttler (c & wk), David Willey/Moeen Ali, Chris Woakes/Sam Curran, Adil Rashid, Gus Atkinson, Mark Wood.

Sri Lanka Probable XI: Pathum Nissanka, Kusal Perera, Kusal Mendis, Sadeera Samarawickrama, Charith Asalanka, Dhananjaya de Silva, Angelo Mathews, Dushan Hemantha/Dunith Wellalage, Maheesh Theekshana, Kasun Rajitha, Dilshan Madushanka.

Did you know:

  • The last time England beat Sri Lanka in a 50-over men’s World Cup was in the opener of the 1999 edition at Lord’s.
  • The returning Angelo Mathews was Sri Lanka’s best batter in their win over England in Leeds in the 2019 World Cup

Squads of Sri Lanka Vs England

Sri Lanka Squad: Pathum Nissanka, Kusal Perera, Kusal Mendis(w/c), Sadeera Samarawickrama, Charith Asalanka, Dhananjaya de Silva, Dushan Hemantha, Chamika Karunaratne, Maheesh Theekshana, Kasun Rajitha, Dilshan Madushanka, Angelo Mathews, Dimuth Karunaratne, Dushmantha Chameera, Lahiru Kumara, Dunith Wellalage.
England Squad: Jonny Bairstow, Dawid Malan, Joe Root, Ben Stokes, Harry Brook, Jos Buttler(w/c), David Willey, Adil Rashid, Chris Woakes, Gus Atkinson, Mark Wood, Brydon Carse, Moeen Ali, Liam Livingstone, Sam Curran.

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!