দি বুড্ডিস্ট টিভিতে প্রবারণার বিশেষ অনুষ্ঠান

শুভ প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে বাংলাদেশে বহুলপ্রচারিত অনলাইন ভিত্তিক দি বুড্ডিস্ট টিভি ৩ দিন ব্যাপী ধর্মী বিভিন্ন উৎসব উদযাপন ও সম্প্রচারের পরিকল্পনা করছে। ইতোমধ্যে বুড্ডিস্ট টিভি অনুষ্ঠানের জন্য শিল্পী ও অংশগ্রহণকারীদের আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে।

বুড্ডিস্ট টিভি তাদের নিজস্ব ফেইজবুক পেইজে সবাইকে শুভ প্রবারণার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে অংশ্রগ্রহণ করার জন্য আমন্ত্রন জানিয়ে বিবৃতি দিয়েছেন দি বুড্ডিস্ট টিবির প্রতিষ্ঠাতা ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু।

অনুষ্ঠান মালায় রাখা হয়েছে ধর্মীয় সঙ্গীত, গান, নৃত্য, গল্প, ছড়া, গাথা, জাতক-কাহিনী ও বুদ্ধ কীর্তন। প্রবারণা উপলক্ষ্যে অনুষ্ঠানের নাম নির্ধারণ করা হয়েছে“ প্রবারণার আলোয় আকাশ জুড়ে প্রজন্মের তারকরা”

দি বুড্ডিস্ট টিভি অনুষ্ঠানে অংশগ্রনেচ্ছু শিল্পীদের নাম, ঠিকানা, পিতা-মাতার নাম ও কোন বিষয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক তা জানিয়ে আগামী ১৬ অক্টোবর, ২০২১ ইং এর মধ্যে ফেইসবুক/What’s App আইডি, ছবিসহ দি বুড্ডিস্ট টিভি’র ফেইজবুক ইনবক্স অথবা নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:

ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু বিপুলানন্দ শ্রামন এপক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া দীপেন  কুমার বড়ুয়া
সম্পাদক, দি বুড্ডিস্ট টিভি প্রতিনিধি, দি বুড্ডিস্ট টিভি প্রতিনিধি, দি বুড্ডিস্ট টিভি পরিচালক(ভারপ্রাপ্ত), মোনাস্টিক ফ্রাইডে ধম্মা স্কুল বিসিসিইউএল
 ০১৮১৫-৬৭২৬৭৬ ০১৬৪৭-১১৪৪৩৪ ০১৮১৫-৩৩৮৪৮৯

বিস্তারিত নির্দেশনা

  • ১. অংশগ্রহনকারীরা ০১৮১৫-৬৭২৬৭৬ What’s App নম্বরে ছবি পাঠাবেন;
  • ২. নৃত্যসহ অডিও পূর্বে ভিডিও ধারণ করে What’s App এর মাধ্যমে প্রেরন করতে হবে;
  • ৩. ফেইজবুকের কপিরাইট এডিয়ে যাওয়ার জন্য নৃত্যে  অডিও গান এডিট করে না লাগিয়ে নৃত্যের সাথে রেকর্ড করবেন (জেক ধারা ধারণ না করে জেক তারের সংযোগ ব্যাতি রেখে ভিডিও ধারণ করবেন)। ফেইসবুক কর্তৃপক্ষ কপিরাইট ধরতে পারলে সম্পূর্ণ পোগ্রাম বাতিল করে দেওয়ার সম্ভাবনা থাকে;
  • ৪. একজন অংশগ্রহকারী একাধিক বিষয়ে অংশগ্রহন করতে পারবেন;
  • ৪. নৃত্য ব্যাতিত অন্যসব বিষয়ে অনলাইনে সরাসরি লাইভে অংশগ্রহন করতে হবে। তবে নেট  দুর্বল থাকলে পূর্বে ভিডিও ধারণ করে What’s App-এ পাঠাতে পারবেন;
  • ৫.  দেশ-বিদেশের যে কোন প্রান্ত হতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে;

অংশগ্রহনকারী সকলকে সম্মাননা সনদ প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছে দি বুড্ডিস্ট টিবি

আরো পড়ুন>>

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!