২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ বৌদ্ধদের

প্রবারণা পূর্ণিমা: বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আগামী ২৮ অক্টোবর। বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজের পক্ষ থেকে এদিন রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এই অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২৮ অক্টোবর (শনিবার) বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও সামাজিক-সাংস্কৃতিক আনুষ্ঠানিকতায় শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। কিছু রাজনৈতিক দল হয়ত অনিচ্ছাকৃত ও অসাবধানতাবশত উক্ত দিবসে কর্মসূচি প্রদান করেছেন। ইতোমধ্যে এই কর্মসূচি নিয়ে চলছে নানা মাত্রিক প্রচারণা। যা সাধারণ বৌদ্ধ জনগোষ্ঠীর মনে তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণের ক্ষেত্রে ভীতির সঞ্চার হয়েছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। যে কারণে এই পবিত্র পূর্ণিমা দিবসে ধর্ম-প্রাণ বৌদ্ধ জনগোষ্ঠী নির্বিঘ্নে যাতায়াতের ক্ষেত্রে শঙ্কিত হয়ে পড়েছে।

এমতাবস্থায় আমরা দেশের রাজনৈতিক প্রাজ্ঞ নেতৃবৃন্দের আন্তরিক শুভ দৃষ্টি কামনা করছি। দিবসটিতে সকল রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সূত্র: সমকাল

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!