শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা: আজ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর ৩য় দিন। আজ (০৭ অক্টোবর) বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ আসরের দুটি ম্যাচ আছে। ১মটি বাংলাদেশ বনাম আফগানিস্তান এবং ২য়টি শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা কোথায় কিভাবে দেখবেন সে বিষয়ে জানানোর জন্য এই আর্টিকেল।
আপনি কি শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখার মাধ্যম খোঁজছেন? তাহলে এই পোস্ট আপনার জন্য। আমরা চেষ্টা করেছি খেলা দেখার সর্বোত্তম মাধ্যম নিয়ে আমাদের আজকের পোষ্ট সাজাতে। চলমান বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সবগুলো ম্যাচ সম্পর্কে প্রতি মিনিটের আপডেট সম্পর্কে জানতে আমাদের ব্লগ W-Score ভিজিট করুন নিয়মিত।
শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা আপডেট
- কখন: ০৭ অক্টোবর ২০২৩, বাংলাদেশ সময় দুপুর ২টা
- কোথায়: Arun Jaitley Stadium, Delhi
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ নিয়ে আমাদের প্রতিদিনের পোস্ট আপনাকে ক্রিকেট সম্পর্কে অনেক কিছু নতুন নতুন তথ্য দিবে যা আপনি আগে জানতেন না।
কোন দেশে কোন টিভিতে ক্রিকেট বিশ্বকাপ লাইভ খেলা দেখাবে
নিচের তালিকা থেকে জেনে নিন বিশ্বকাপ ক্রিকেট লাইভ খেলা কোন দেশের কোন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।
দেশ (এলাকা) | টিভি চ্যানেল |
বাংলাদেশ | বাংলাদেশ টেলিভিশন (BTV), গাজী টিভি (GTV), টি-স্পোর্টস (T-Sports) |
ভারত | স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports) |
পাকিস্তান | পিটিভি (PTV), এস্পোর্টস (Asports) |
শ্রীলঙ্কা | SLRC (Channel Eye) |
আফগানিস্তান | RTA Sports, Ariana TV |
মালেয়শিয়া | Astro Cricket |
নেপাল | Star Sports |
অস্ট্রেলিয়া | Fox Sports, Channel 9, Kayo, Foxtal |
যুক্তরাজ্য | Sky Sports Cricket |
যুক্তরাষ্ট্র | Willow TV, Willow Xtra |
দক্ষিণ আফ্রিকা | SuperSports |
নিউজিল্যান্ড | Sky Sports, Sky Sports 3 |
কানাডা | Willow TV Canada |
ক্যারিবিয়ান | ESPN, ESPN 2 |
হংকং | Astro Cricket (PCCW), Yupp Tv |
সিঙ্গাপুর | Astro Cricket (Singtel) |
উত্তর-পূর্ব এশিয়া | Yupp TV |
মেনা | Etisalat (Cricket Life Max), Starzpay |
কেন্দ্রিয় ইউরোপ | Yupp TV |
পেসিপিক আইল্যান্ডস | Yupp TV |
মোবাইলে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখুন
ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JeoCinema) এবং বাংলাদেশী মোবাইল এপ্লিকেশন টপি (Toffe) বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সমগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করার কথা আছে। সেই হিসেবে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলাটি আপনারা উপরে উল্লেখিত মোবাইল এপস দুটিতে দেখতে পারবেন। তবে টপি এবং জিওসিনেমা নামক মোবাইল এপস দুটিতে খেলা দেখতে আপনাকে একটি ফি পরিশোধ করতে হবে। সেটি হতে পারে দৈনিক, সপ্তাহিক বা মাসিক।
ফ্রিতে কিভাবে মোবাইলে বিশ্বাকপ ক্রিকেট লাইভ খেলা দেখবেন
মোবাইলে ফ্রিতে বিশ্বকাপ ক্রিকেট লাইভ খেলা দেখার সবচেয়ে ভাল উপায় হলো ফেইজবুক তবে ফেইজবুকে যেসব পেইজ খেলা সম্প্রচার করে তাদের বেশির ভাগের বৈধ অনুমতি নাই তাদের স্ট্রিমিং ঘনঘন বন্ধ হয়ে যায়। কাজেই আপনারা Sportzfy TV নামক মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। লাইফ টাইম ফ্রিতে সব ধরনের লাইভ খেলা দেখার গরীবের বন্ধু এপ্লেকেশন Sportzfy TV মোবাইল এপ্লিকেশন।
ফেইজবুকে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখার উপায়
ফেইজবুক বর্তমানে এমন একটি মাধ্যম যার মাধ্যমে দেখা যায় না এমন কোন বিষয় আর বাকি নাই। লাইভ টক শো, খবর, লেখাপড়া, খেলাধুলা সব কিছু এখন ফেইজবুকে উপভোগ করা সম্ভব। তাই লাইভ খেলা ফেইজবুকে দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
Facebook এ লাইভ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-
- ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
- ধাপ-০২: এবার লিখুন Sri Lanka Vs South Africa
- ধাপ-০৩: নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা উপভোগ করুন।
শ্রীলঙ্কা ও দক্ষিন আফ্রিকা দলের একাদশ
Sri Lanka Squad: Pathum Nissanka, Dimuth Karunaratne, Kusal Mendis(w), Sadeera Samarawickrama, Charith Asalanka, Kusal Perera, Dhananjaya de Silva, Dasun Shanaka(c), Kasun Rajitha, Lahiru Kumara, Dunith Wellalage, Dushan Hemantha, Dilshan Madushanka, Matheesha Pathirana, Maheesh Theekshana
South Africa Squad: Quinton de Kock(w), Reeza Hendricks, Temba Bavuma(c), Rassie van der Dussen, Aiden Markram, Heinrich Klaasen, Andile Phehlukwayo, David Miller, Marco Jansen, Gerald Coetzee, Keshav Maharaj, Lungi Ngidi, Lizaad Williams, Kagiso Rabada, Tabraiz Shamsi