বৌদ্ধবার্তা ডেস্কঃ
পোস্টটি শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ রইলো
ভদন্ত সুমনাবংশ নামের এক বৌদ্ধ ভিক্ষুর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভিক্ষু সুমনাবংশ চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার থেকে গত ১৪ ই মার্চ রোজ সোমবার নিখোঁজ হয়েছেন। সুমনাবংশ ভিক্ষুর পৈত্রিক নিবাস ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন উত্তর সুন্দরপুর গ্রামে বলে জানা গেছে।
নিখোঁজ হওয়ার আগে তিনি বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভোগছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জনগণ।
তার পরিবার জানিয়েছে, সবাই ভান্তেকে নিয়ে ভীষণ চিন্তিত। এর আগে কখনো এই ধরণের ঘটনা ঘটেনি বলে পরিবারের দাবি। এই ব্যাপারে পুলিশের সহযোগিতা চান সুমনাবংশ ভিক্ষুর পরিবার। তারা আশাবাদী প্রশাসনের সহযোগিতা পেলে খুব শীঘ্রই ভান্তেকে খুঁজে পাওয়া সম্ভব।
নিখোঁজ ভান্তের বড় ভাই বাবু সৈকত বড়ুয়া সুমনাবংশের খোঁজ চেয়ে সকলের প্রতি অনুরোধ করেছেন।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ভান্তের খোঁজ পেয়ে থাকেন তবে ভান্তের বড় ভাই বাবু সৈকত বড়ুয়া’র সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। মোবাইল নাম্বার: 01673350417, 01830552623.
আরো পড়ুন>>
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান হলেন ড. নীরু বড়ুয়া।
- ইউক্রেন শরণার্থীদের পাশে দাঁড়ালো বৌদ্ধ সংগঠন।
- থাইল্যান্ড থেকে অশোক স্তম্ভ পুরষ্কার পেলন ভদন্ত মহিপাল থেরো।
- একুশে পদকে ভূষিত হলেন সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরো।
- বুদ্ধের অনাত্মবাদ ও জন্মান্তরবাদ।
- বুদ্ধের সার্বজনীন উপদেশ “চারি ব্রহ্ম বিহার”।