রাউজানে দেশ ও জাতির কল্যাণে পরিত্রাণ সূত্রপাঠ

  • লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া || রাউজান

রাউজানে অনুষ্ঠিত হয়েছে দেশ ও জাতির কল্যানে পরিত্রাণ সূত্রপাঠ। গত ৫ এপ্রিল রাউজান উপজেলার পূর্বগুজরাস্থ বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামে সমাজ-সদ্ধর্মের কল্যাণকামী সংস্থা ঐতিহ্যবাহী অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ’র উদ্যোগে এই সূত্রপাঠ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ প্রতিষ্ঠা করেন মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরো।  

প্রতিষ্ঠান, গ্রাম, দেশ, জাতি তথা বিশ্বের কল্যাণে এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবতাবাদী বৌদ্ধ মনীষা, বুদ্ধের শাসন-সদ্ধর্মের ধ্বজাধারী পারমীবানসত্ত, মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র উদ্দেশ্যে এই মঙ্গলদায়ক পরিত্রাণ সূত্রপাঠ, অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান, একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান আয়োজন করা হয় রাউজানে।  

রাউজানে দেশ ও জাতির কল্যাণে পরিত্রাণ সূত্রপাঠ
BUDDHA BARTA

পবিত্র এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়, মহাসংঘনায়ক ভান্তের সাধন পীঠ সুদর্শন মহাবিহার- অগ্রসার মহাকমপ্লেক্সের পবিত্র অঙ্গনে হয়।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, একক সদ্ধর্মদেশক ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথের, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের।

সূত্রপাঠে অংশগ্রহন করেন ভদন্ত দেববংশ থের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত করুনানন্দ ভিক্ষু, ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, ভদন্ত জ্ঞানেন্দ্রীয় ভিক্ষু, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত সুবিরানন্দ ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষু, ভদন্ত জ‍্যোতিবংশ ভিক্ষু, ভদন্ত সুদেবানন্দ ভিক্ষু, ভদন্ত সুপঞ্ঞানন্দ ভিক্ষু, ভদন্ত সুদীপানন্দ ভিক্ষু প্রমুখ।

অনুষ্ঠানে মহাসংঘনায়ক ভন্তের হাতেগড়া সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অগ্রসারের প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রী, বৃহত্তর হোয়ারাপাড়ার প্রমূখ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন>>

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!