সৌজন্য সাক্ষাতে হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ

বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো’র সাথে। বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর সংগঠনটি চট্টগ্রামে বসবাসরত রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের বসবাসকারীদের দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী একটি সংগঠন।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সহ-সভাপতি, রাউজান জ্ঞানানন্দ বিহারের নবরূপকার অধ্যক্ষ সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো। গত ২৫ মার্চ (শনিবার) সংগঠনটির নেতৃবৃন্দ সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতের মানসে সাধন পীঠ রাউজান জ্ঞানানন্দ বিহার মিলনায়তনে একত্রে মিলিত হন।

সৌজন্য সাক্ষাতে হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ

সৌজন্য সাক্ষাতে বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের নব-নির্বাচিত সভাপতি ডাঃ অনিল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অবিনাশ বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী সুমন বড়ুয়া, সদস্য বিপস্সী বড়ুয়া।

সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে পূজনীয় ভন্তেকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয় এবং এক ঘন্টার অধিক কাল সময় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পূর্বাহ্নে সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরোর ৬৯তম জন্মদিন উপলক্ষে তাঁর নিরাময়ে-সুস্বাস্থে-সুদীর্ঘ জীবন কামনায় রাউজান গ্রামবাসী আয়োজিত সমবেত প্রাার্থনা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা, মিষ্টি বিতরণ ও আতশবাজির মূহুর্মূহু শব্দে আনন্দ ছড়িয়ে পড়ে। পরে সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো মহদয় সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক ধর্মদেশনা প্রদান করেন।

এছাড়া নেতৃবৃন্দ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৬তম সংঘনায়ক দর্শনসাগর প্রিয়ানন্দ মহাথের’র স্মৃতিমন্দিরে পুষ্পাঞ্জলি সহ বন্দনা নিবেদন করেন।

আরো পড়ুন>>

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!