পাকিস্তান বনাম আফগানিস্তান: চলমান ওয়ান ডে বিশ্বকাপ ২০২ এ ভারতীয় উপমহাদেশের দল গুলো খুব বেশি সুবিধা করতে পারছে না। পাকিস্তান ৪ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে। আর মাত্র ১টি ম্যাচে জয় নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে আফগানিস্তান। ভারতীয় উপমহাদেশের মধ্যে দলগুলোর ভারতই একমাত্র উজ্জ্বল। এখন পর্যন্ত ভারত ৪ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের ২ নম্বরে অবস্থান করছে।
পাকিস্তান বনাম আফগানিস্তান বিশ্বকাপ আপডেট
- খেলার স্থান: MA Chidambaram Stadium, Chennai
- খেলার সময়: Afghanistan vs Pakistan, October 23, Local time, 02:30 PM.
- খেলার ফলাফল: আপডেট করা হবে
>>বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সম্পূর্ণ খেলার সময়সূচী
পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা কোথায় দেখবেন
টেলিভিশন চ্যানেল, অনলাইন, ইউটিউভ, মোবাইল এপস এবং ফেইজবুক সব গুলো মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা। সবগুলো মাধ্যমের মধ্যে টেলিভিশনে খেলা দেখার অভিজ্ঞতা সবচেয়ে ভাল। বর্তমান বড় পর্দার টিভিগুলোতে খেলা দেখলে মনে হয় গ্যালারিতে বসে খেলা দেখা হচ্ছে। পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা দেখার জন্য মাধ্যম গুলোর ধারাবাহিক সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে।
পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা টিভিতে
বাংলাদেশে যে সব টিভি চ্যানেল পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা দেখাবে তাদের মধ্যে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল BTV, গাজী টিভি(GTV), টি-স্পোর্টস (T-Sports) ইত্যাদি অন্যতম।
ভারতে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ লাইভ খেলা দেখতে টিউন করুন Star Sports এর সবগুলো চ্যানেল। স্টার স্পোর্টস নেটওয়ার্কের আওতায় যে চ্যানেলগুলো পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা দেখাবে সেগুলো হলো-
Star Sports: Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 HD Hindi, Star Sports SELECT 1, Star Sports SELECT 1 HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Bangla, Star Sports 1 Marathi on Asianet Plus SD (For 9 India + Semis+ Final), Star Sports Select 1, Star Sports Select 1 HD ইত্যাদি।
মোবাইলে পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা
মোবাইলে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর লাইভ খেলা দেখতে আপনি দুটি মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। ১টি বাংলাদেশী মোবাইল এপ্লিকেশন টপি (Toffey) এবং অন্যটি ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JioCinema)। তবে উল্লেখিত এপস দুটিতে পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা দেখতে অবশ্য ‘ভিআইপি’ সাবস্ক্রিপশন কিনতে থাকতে হবে। তাই আমরা এখন সন্ধ্যান দেবো কিভাবে ফ্রিতে আজীবন মোবাইলে সকল খেলা দেখবেন।
ফ্রিতে মোবাইল ফোনে লাইভ খেলা
ফ্রিতে মোবাইল ফোনে AvsB খেলা লাইভ দেখতে Sportzfy Tv Application টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তবে বলে রাখা ভালো যে Sportzfy Tv মোবাইল এপসটি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে এবং কম্পিউটারে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।
পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা লিংক -০১
ফেইজবুকে পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা কিভাবে দেখবেন
ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর খেলা সম্প্রচার করছে। ফেইজবুক ওপেন করে সার্চ অপশনে লিখুন “Pakistan Vs Afghanistan Live” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।
Facebook এ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-
- ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
- ধাপ-০২: এবার লিখুন Pakistan Vs Afghanistan Live
- ধাপ-০৩: এরপর অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে পাকিস্তান বনাম আফগানিস্তান লাইভ খেলা উপভোগ করুন।
যে সব টিভিতে বিশ্বকাপ ক্রিকেট লাইভ খেলা দেখাবে তার তালিকা
এলাকা (দেশ) | টিভি চ্যানেল |
---|---|
বাংলাদেশ | গাজী টিভি (GTV), টি-স্পোর্টস (T-Sports), BTV |
ভারত | স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports) |
পাকিস্তান | পিটিভি (PTV), এস্পোর্টস (Asports) |
শ্রীলঙ্কা | SLRC (Channel Eye) |
আফগানিস্তান | RTA Sports, Ariana TV |
মালেয়শিয়া | Astro Cricket |
নেপাল | Star Sports |
অস্ট্রেলিয়া | Fox Sports, Channel 9, Kayo, Foxtal |
যুক্তরাজ্য | Sky Sports Cricket |
যুক্তরাষ্ট্র | Willow TV, Willow Xtra |
দক্ষিণ আফ্রিকা | SuperSports |
নিউজিল্যান্ড | Sky Sports, Sky Sports 3 |
কানাডা | Willow TV Canada |
ক্যারিবিয়ান | ESPN, ESPN 2 |
হংকং | Astro Cricket (PCCW), Yupp Tv |
সিঙ্গাপুর | Astro Cricket (Singtel) |
উত্তর-পূর্ব এশিয়া | Yupp TV |
মেনা | Etisalat (Cricket Life Max), Starzpay |
কেন্দ্রিয় ইউরোপ | Yupp TV |
পেসিফিক আইল্যান্ডস | Yupp TV |
Squads of Pakistan Vs Afghanistan
Afghanistan Squad: Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Rahmat Shah, Hashmatullah Shahidi(c), Azmatullah Omarzai, Ikram Alikhil(w), Mohammad Nabi, Rashid Khan, Mujeeb Ur Rahman, Naveen-ul-Haq, Fazalhaq Farooqi, Noor Ahmad, Riaz Hassan, Abdul Rahman, Najibullah Zadran.
Pakistan Squad: Abdullah Shafique, Imam-ul-Haq, Babar Azam(c), Mohammad Rizwan(w), Saud Shakeel, Iftikhar Ahmed, Mohammad Nawaz, Usama Mir, Shaheen Afridi, Hasan Ali, Haris Rauf, Mohammad Wasim Jr, Shadab Khan, Fakhar Zaman, Agha Salman.