ফলোআপ রিপোর্ট::
কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে দুর্বৃত্তের হামলায় আহত বৌদ্ধ ভিক্ষু ধর্মজ্যোতি (৭০) আর বেঁচে নেই।
তিনদিন চিকিৎসাধিন থাকার পর বুধবার দিবাগত রাত ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যু বরণ করেছেন।
ধর্মজ্যোতি ভিক্ষু উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ছিলেন। গত রবিবার (২ জুলাই) রাতের যে কোন সময় আঘাতপ্রাপ্ত হন। সোমবার (৩ জুলাই) সকালে বৌদ্ধবিহারের একটি কক্ষ থেকে ধর্মজ্যোতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়।
নিহতের ছেলে সুমন বড়ুয়া জানান, ১৬-১৭ বছর আগে ধর্ম পালনের উদ্দেশ্যে সংসার ত্যাগ করেন বাবা। গত ৭ বছর ধরে তিনি মরিচ্যার শ্রাবস্তী বিহারের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না।
রবিবার রাতে কে বা কারা ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে যায়। সকালে তাঁকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। বুধবার রাতে তার মৃত্যু হয়েছে। একই ধরণের কথা বলেন স্থানীয় বাসিন্দা সন্তোষ বড়ুয়া।