বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ১১ জুলাই (রবিবার) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব তফিকুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড তিন বছরের জন্য পুনর্গঠন কমিটি অনুমোদন দিয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ট্রাস্টের আইন ২০১৮ ইংরেজি ৫নং ধারা অনুযায়ী সরকার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট বোর্ড পুনর্গঠন করা হয়। এই ট্রাস্টি বোর্ডের মেয়াদকাল ২৫/৭/২০২১ইং হতে পরবর্তী ৩ বৎসর বলবৎ থাকবে।
পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এম.পি। ট্রাস্টি বোর্ডের ২ জন সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন রমেশ চন্দ্র সেন, আরমা দত্ত। ভাইস চেয়ারম্যান হলেন সুপ্ত ভূষণ বড়ুয়া।
আট সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (পদাধিকারবলে), মিথুন রশ্মি বড়ুয়া (রাউজান) ববিতা বড়ুয়া ( লোহাগাড়া) রুপনা চাকমা (খাগড়াছড়ি) মং ক্যচিং চৌধুরী (বান্দরবান), রঞ্জন বড়ুয়া (রাঙ্গুনিয়া), জয়সেন তঞ্চংগ্যা (রাঙ্গামাটি), জ্যোতিষ সিংহ (কুমিল্লা)।
আরো পড়ুন>>
- কক্সবাজারে করোনা আক্রান্ত বৌদ্ধ মৃত ব্যক্তির সৎকার টিম অনুমোদন
- অর্চনা বড়ুয়ার বাঁচার আকুতি।
- মরণোত্তর দেহ দান করেছেন ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু।
- ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান হলেন শতরূপা বড়ুয়া।
- মৃত্যু পাশ-মুক্তি ও পরিত্রাণ।