ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ খেলা: কোপা আমেরিকা ২০২৪

ব্রাজিল বনাম প্যারাগুয়ে: ফুটবল পাগল মানুষের জন্য কোপা আমেরিকা টুর্নাম্যান্ট এক আবেগের নাম। কারণ বিশ্বের জনপ্রিয় ফুটবলগুলোর বৃহত্তম দুটি দল এই আসরে অংশগ্রহণ করে। আমার মনে হয় ফুটবল বিশ্বে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যত মাতামতি হয় অন্য কোন দল নিয়ে এতো বেশি মাতামাতি হয় না। আর এই দুটি দলই অংশগ্রহন করে কোপা আমেরিকা টুর্নামেন্টে। কোপা আমেরিকাতে ব্রাজিল ও আর্জেন্টিনা অংশ না নিলে এর কোন পাত্তাই থাকতো না ভক্তদের মাঝে। চলুন জেনে নিই কোপা আমেরিকা ২০২৪ আমরা সহজে কিভাবে দেখতে পারবো।

ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ খেলা

কোপা আমেরিকা বিশ্বকাপের জনপ্রিয় দুটি দলের মধ্যে ব্রাজিল অন্যতম। প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে গোল শূণ্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচে প্যারাগুলের সাথে খেলে জয় নিয়ে পয়েন্ট টেবিল ভারী করতে চায় ব্রাজিল। এছাড়াও এই ম্যাচ হাত ছাড়া হলে কোপা আমেরিকা ২০২৪ থেকে ছিটকে পড়বে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ৯ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এই দলটি।

আজকের (২৯/০৬/২০২৪) খেলায় মাঠে নামবে ৪টি দল। এক দিকে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে কলম্বিয়া বনাম কোস্টারিকা অপর দিকে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে ব্রাজিল বনাম প্যারাগুয়ে।  

কোপা আমেরিকা ২০২৪ আপডেট

কোপা আমেরিকা ২০২৪ উত্তেজনাপূর্ণ ম্যাচের মাধ্যমে এগিয়ে যাচ্ছে! মার্কিন যুক্তরাষ্ট্রে  আয়োজিত কোপা আমেরিকা ২০২৪  এর গ্রুপ পর্ব  খেলা চলছে এখনো। কোয়ার্টার ফাইনালের পথে  কোন দলগুলো এগিয়ে আছে, চলুন দেখে নেওয়া যাক:

গ্রুপ এ:

আর্জেন্টিনা: ২ ম্যাচে ২ জয় নিয়ে গ্রুপের শীর্ষে।

কানাডা: ২ ম্যাচে ১ জয় ও ১ ম্যাচে হার নিয়ে ২য় স্থানে।

চিলি: ২ ম্যাচে ১ ড্র ও ১ হার নিয়ে ৩য় স্থানে।

পেরু: ২ ম্যাচে ১ ড্র ও ১ হার নিয়ে ৪র্থ স্থানে।

গ্রুপ বি:

ভেনেজুয়েলা: ২ ম্যাচে ২ জয় সাথে শীর্ষে।

ইকুয়েডর: ২ ম্যাচে ১ জয়, ১ ম্যাচ হার ২য় স্থানে।

মেক্সিকো: ২ ম্যাচে ১ জয়, ১ ম্যাচ হার দ্বিতীয় স্থানে।

জেমাইকা: ২ ম্যাচে ২ হার ৪র্থ স্থানে।

গ্রুপ সি:

উরুগুয়ে: ২ ম্যাচে ২ জয় নিয়ে গ্রুপের শীর্ষে।

মার্কিন যুক্তরাষ্ট্র: ২ ম্যাচে ১ জয়, ১ ম্যাচে হার দ্বিতীয় স্থানে।

পানামা: ২ ম্যাচে ১ জয়, ১ ম্যাচ হার তৃতীয় স্থানে।

বলিভিয়া: ২ ম্যাচে ২ হার সাথে চতুর্থ স্থানে।

গ্রুপ ডি:

কলম্বিয়া: ১ ম্যাচে ১ জয় সাথে শীর্ষে।

ব্রাজিল: ১ ম্যাচে ১ ড্র দ্বিতীয় স্থানে।

কোস্টা রিকা: ১ ম্যাচে ১ ড্র তৃতীয় স্থানে।

প্যারাগুয়ে: ১ ম্যাচে ১ হার সাথে চতুর্থ স্থানে।

ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ খেলা কখন

খেলার সময়: ২৯ জুন ২০২৪ বাংলাদেশ সময় সকাল ৭.০০ মিনিট

খেলা কোথায়: আমেরিকার Allegiant Stadium

কিভাবে দেখবেন ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ খেলা

যেকোন খেলার উত্তম মাধ্যম হলো বড় পর্দার টেলিভিশিন। তবে যারা কাজের ব্যস্ততার কারনে বা যে কোন কারনে পর্দার সামনে বসে খেলা দেখার সুযোগ থাকে না তাদের জন্য মোবাইল ফোনই বর্তমানে সবচেয়ে ভাল মাধ্যম।

যারা টেলিভিশনে খেলা দেখবেন তাদের জন্য বাংলাদেশের খেলার চ্যানেল T-sports ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ খেলা সম্প্রচার করবে। অপর দিকে ভারত থেকে যারা দেখবেন তারা Sony Sports Network এর মাধ্যমে খেলাটি উপভোগ করতে পারবেন।  

ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ খেলা মোবাইলে

Sportzfy TV নামক মোবাইল এপসটি কোপা আমেরিকার সকল খেলার লাইভ সরাসরি সম্প্রচার করবে। বলে রাখা ভাল আপনি এপসটি গুগল প্লে স্টোরে সার্চ করলে পাবেন না। Sportzfy TV তাদের এপসটি গুগলে রেজিস্টার করেনি তাই কোপা আমেরিকার লাইভ খেলা দেখতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে এপসটি ইন্সটল করে তারপর দেখুন।

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন-

এছাড়াও ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ খেলাটি সরাসরি অনলাইনে স্ট্রিমিং দেখতে নিচে দুটি লিংক দেওয়া হলো। লিংকটিতে খেলাটি সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে তাদের ওয়েভ সাইট। লাইভ খেলার লিংক-০১ সচল হলে খেলাটি মোবাইলে থাকা যে কোন ব্রাউজার থেকে দেখা যাবে।

ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ খেলা লিংক-০১

ফেইজবুকে ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ খেলা কিভাবে দেখবেন

ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে কোপা আমেরিকা ফুটবলের লাইভ খেলা সম্প্রচার করছে। ফেইজবুক অন করে সার্চ অপশনে লিখুন ব্রাজিল বনাম প্যারাগুয়ে লাইভ খেলা তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।

ব্রাজিল বনাম প্যারাগুয়ে হেড টু হেড

ফুটবল বিশ্বে এটি ব্রাজিল বনাম প্যারাগুয়ে মধ্যকার প্রথম ম্যাচ নয়। এর আগে ব্রাজিল বনাম প্যারাগুয়ে মোট ৭৩ বার মুখোমুখি দেখা হয়েছে। প্যারাগুয়ে যথেষ্ট সহসের পরিচয় দিয়েছে। ৭৩ বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে ৫১টি ম্যাচ আর  চিলি জিতেছে মাত্র ১৩টি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে।

ফুটবলে ব্রাজিলের অর্জন

বিশ্বকাপ

অংশগ্রহণ: ২২ (১৯৩০-এ প্রথম)

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)

কোপা আমেরিকা

অংশগ্রহণ: ৩৭ (১৯১৬-এ প্রথম)

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭, ২০১৯)

প্যানআমেরিকান চ্যাম্পিয়নশিপ

অংশগ্রহণ: ৩ (১৯৫২-এ প্রথম)

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫২, ১৯৫৬)

কনফেডারেশন্স কাপ

অংশগ্রহণ: ৭ (১৯৯৭-এ প্রথম)

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৯৭, ২০০৫, ২০০৯, ২০১৩)

ফুটবলে প্যারাগুয়ের অর্জন

বিশ্বকাপ

অংশগ্রহণ: ৮ (১৯৩০-এ প্রথম)

সেরা সাফল্য: কোয়ার্টার-ফাইনাল (২০১০)

কোপা আমেরিকা

অংশগ্রহণ: ৩৮ (১৯২১-এ প্রথম)

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫৩, ১৯৭৯)

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!