ব্রাজিল বনাম কোস্টারিকা লাইভ: কোপা আমেরিকা ২০২৪

ব্রাজিল বনাম কোস্টারিকা: আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার খেলা চলছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। এবারে কোপা আমেরিকায় অংশ গ্রহণ করছে ৩ গ্রুপে ১২টি দল। গত ২১ জুন শুরু হয়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচ মাঠে গড়িয়েছে। প্রথম ম্যাচে আর্জেন্টিনা সামনে পেয়েছিল অখ্যাত কানাডাকে। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে কানাডাকে। আজ ২৫ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্রাজিল বনাম কোস্টারিকা প্রথম মাঠে নামবে এবারের কোপা আমেরিকা কাপে।

ব্রাজিল বনাম কোস্টারিকা লাইভ

ব্রাজিল বনাম কোস্টারিকা লাইভ খেলা কখন কোথায়

খেলার সময়:  ২৫ জুন ২০২৪ বাংলাদেশ সময় সকাল ৭.০০ মিনিট

খেলা কোথায়: আমেরিকার SoFi Stadium

কিভাবে দেখবেন ব্রাজিল বনাম কোস্টারিকা লাইভ ম্যাচ

দুঃখজনক হলেও সত্য যে, ম্যাচটি ভারতীয় উপমহাদেশের কোন টিভি চ্যানেলে সম্প্রচার করবে না। বৌদ্ধ বার্তার পাঠক সমাজ ও ব্রাজিল তথা ফুটবল ভক্তদের জন্য আমরা নিয়ে আসছি গোপন একটি এপ্লিকেশন যেখানে আপনি বিশ্বের সকল খেলা বিনামূল্যে লাইভ দেখতে পারবেন।

ব্রাজিল বনাম কোস্টারিকা লাইভ খেলা মোবাইলে

Sportzfy TV নামক মোবাইল এপসটি লাইভ খেলা সরাসরি সম্প্রচার করবে। বলে রাখা ভাল আপনি এপসটি গুগল প্লে স্টোরে সার্চ করলে পাবেন না। Sportzfy TV তাদের এপসটি গুগলে রেজিস্টার করেনি তাই লাইভ খেলা দেখতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে এপসটি ইন্সটল করে তারপর দেখুন।

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন-

এছাড়াও লাইভ খেলাটি সরাসরি অনলাইনে স্ট্রিমিং দেখতে নিচে দুটি লিংক দেওয়া হলো। লিংক দুটিতে লাইভ খেলাটি সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে তাদের ওয়েভ সাইট। লাইভ খেলা লিংক-০১ এবং লাইভ খেলা লিংক-০২ সচল হলে খেলাটি মোবাইলে থাকা যে কোন ব্রাউজার থেকে দেখা যাবে।

কোস্টারিকা বনাম ব্রাজিল লাইভ খেলা লিংক-০১

ফেইজবুকে লাইভ খেলা কিভাবে দেখবেন

ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে কোপা আমেরিকা ফুটবলের লাইভ খেলা সম্প্রচার করছে। ফেইজবুক অন করে সার্চ অপশনে লিখুন ব্রাজিল বনাম কোস্টারিকা লাইভ খেলা তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।

ব্রাজিল বনাম কোস্টারিকা হেড টু হেড

ফুটবল বিশ্বে এটি ব্রাজিল ও কোস্টারিকা মধ্যকার প্রথম ম্যাচ নয়। এর আগে ব্রাজিল বনাম বলিভিয়া মোট ১১ বার মুখোমুখি দেখা হয়েছে। তবে কোস্টারিকার জন্য এই অতীত মোটেও সুখের নয়। ১১ বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১০টি ম্যাচ কোস্টারিকা জিতেছে মাত্র ১টি ম্যাচ বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।

১ বার জয় তাও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে তাও কম কি। বলিভিয়ার জন্য এটাই অনেক সুখের। কোস্টারিকা চাইবে তাদের জয়ের পাল্লা ভারী করতে আর ব্রাজিল চাইবে তাদের নিজেদের গুছিয়ে নিতে।

ফুটবলে ব্রাজিল বনাম কোস্টারিকার অর্জন

ব্রাজিলের অর্জন

বিশ্বকাপ

অংশগ্রহণ: ২২ (১৯৩০-এ প্রথম)

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)

কোপা আমেরিকা

অংশগ্রহণ: ৩৭ (১৯১৬-এ প্রথম)

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭, ২০১৯)

প্যানআমেরিকান চ্যাম্পিয়নশিপ

অংশগ্রহণ: ৩ (১৯৫২-এ প্রথম)

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫২, ১৯৫৬)

কনফেডারেশন্স কাপ

অংশগ্রহণ: ৭ (১৯৯৭-এ প্রথম)

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৯৭, ২০০৫, ২০০৯, ২০১৩)

কোস্টারিকার অর্জন

বিশ্বকাপ

অংশগ্রহণ:৫ (১৯৯০-এ প্রথম)

সেরা সাফল্য: কোয়ার্টার-ফাইনাল (২০১৪)

কনকাকাফ গোল্ড কাপ

অংশগ্রহণ: ২০ (১৯৬৩-এ প্রথম)

সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৬৩, ১৯৬৯, ১৯৮৯)

কোপা আমেরিকা

অংশগ্রহণ: ৫ (১৯৯৭-এ প্রথম)

সেরা সাফল্য: কোয়ার্টার-ফাইনাল (২০০১, ২০০৪)

কোপা সেন্ত্রোআমেরিকানা

অংশগ্রহণ: ১৪ (১৯৯১-এ প্রথম)

সেরা সাফল্: চ্যাম্পিয়ন (১৯৯১, ১৯৯৭, ১৯৯৯, ২০০৩, ২০০৫, ২০০৭, ২০১৩, ২০১৪)

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!