ব্রাজিল বনাম কলম্বিয়া: ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, অনুপ্রেরণা, এবং ঐক্যের এক অপূর্ব মেলবন্ধন। কোন বয়স, ধর্ম, জাতি, লিঙ্গ, বা সামাজিক অবস্থার ভেদাভেদ ছাড়াই সকলকে একত্রিত করে এই খেলা।
গ্রামের মাঠ থেকে শুরু করে বিশ্বের বিখ্যাত স্টেডিয়াম পর্যন্ত, ফুটবলের জাদু ছড়িয়ে পড়েছে সর্বত্র। চলছে কোপা আমেরিকা ২০২৪। ফুটবল বিশ্বের দুটি আলোচিত দল এই টুর্নামেন্টে অংশ নিয়ে কোপা আমেরিকা আসরকে করেছে ধন্য। তাদের মধ্যে একটি দল ব্রাজিল মাঠে নামছে আজ সকালে।
ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা কখন
- খেলার দিন: ৩ জুলাই ২০২৪, বুধবার
- খেলার সময়: বাংলাদেশ সময় সকাল ৭.০০ মিনিট
- খেলা কোথায়: আমেরিকার Levi’s Stadium
কিভাবে দেখবেন ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা
যেকোন খেলার উত্তম মাধ্যম হলো বড় পর্দার টেলিভিশিন। তবে যারা কাজের ব্যস্ততার কারনে বা যে কোন কারনে পর্দার সামনে বসে খেলা দেখার সুযোগ থাকে না তাদের জন্য মোবাইল ফোনই বর্তমানে সবচেয়ে ভাল মাধ্যম।
যারা টেলিভিশনে খেলা দেখবেন তাদের জন্য বাংলাদেশের খেলার চ্যানেল T-sports ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা সম্প্রচার করবে। অপর দিকে ভারত থেকে যারা দেখবেন তারা Sony Sports Network এর মাধ্যমে খেলাটি উপভোগ করতে পারবেন।
ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা মোবাইলে
Sportzfy TV এবং Cricfy TV নামক মোবাইল এপস দুটি কোপা আমেরিকার সকল খেলার লাইভ সরাসরি সম্প্রচার করবে। বলে রাখা ভাল আপনি এপসটি গুগল প্লে স্টোরে সার্চ করলে পাবেন না। Sportzfy TV এবং Cricfy TV তাদের এপসটি গুগলে রেজিস্টার করেনি তাই কোপা আমেরিকার লাইভ খেলা দেখতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে এপসটি ইন্সটল করে তারপর দেখুন।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন-
এছাড়াও ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলাটি সরাসরি অনলাইনে স্ট্রিমিং দেখতে নিচে লিংকটি দেওয়া হলো। লিংকটিতে খেলাটি সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে তাদের ওয়েভ সাইট। লাইভ খেলার লিংক-০১ সচল হলে খেলাটি মোবাইলে থাকা যে কোন ব্রাউজার থেকে দেখা যাবে।
ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা লিংক-০১
ফেইজবুকে ব্রাজিল বনাম কলম্বিয়া লাইভ খেলা কিভাবে দেখবেন
ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে কোপা আমেরিকা ফুটবলের লাইভ খেলা সম্প্রচার করছে। ফেইজবুক অন করে সার্চ অপশনে লিখুন “Brazil Vs Colombia Live” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।
কে যাবে কোয়ার্টার ফাইনালে: ব্রাজিল নাকি কোস্টারিকা
এবারের কোপা আমেরিকা কাপের ডি গ্রুপের হিসাব নিকাশ অনেকটা জটিল হয়ে গেছে। গ্রুপটির পয়েন্ট তালিকায় বর্তমানে অবস্থান করছে কলম্বিয়া। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ১ জয় ও ১ ড্র নিয়ে ৪ পয়েন্ট তাদের সংগ্রহ। অপর দিকে কোস্টারিকা ১টি ম্যাচ ড্র করে ১ পয়েন্ট নিয়ে তালিকার ৩য় অবস্থানে আছে। আজের ম্যাচে ব্রাজিল যদি হারে কোস্টারিকা যদি জিতে তাহলে উভয় দলের পয়েন্ট হবে ৪-৪। তখন গোল হিসাব করে নির্ধারণ করা হবে কোন দল কোয়ার্টার ফাইনালে যাবে। ব্রাজিল যদি ড্র করতে পারে কোস্টারিকা যদি জিতে তাতেও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। কাজেই আজকের ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।
ব্রাজিল বনাম কলম্বিয়া হেড টু হেড
ফুটবল বিশ্বে এটি ব্রাজিল বনাম কলম্বিয়া মধ্যকার প্রথম ম্যাচ নয়। এর আগে উভয় দল মোট ৩৬ বার মুখোমুখি দেখা হয়েছে। ৩৬ বারের দেখায় ব্রাজিল জিতেছে ২১টি ম্যাচ এবং কলম্বিয়া জিতেছে ৪টি ম্যাচে। বাকি ১১টি ম্যাচ ড্র হয়েছে। এটি ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে ৩৭তম ম্যাচ। দেখা যাক কে জিতে ৩৭তম ম্যাচ।
ফুটবলে ব্রাজিলের অর্জন
বিশ্বকাপ
- অংশগ্রহণ: ২২ (১৯৩০-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)
কোপা আমেরিকা
- অংশগ্রহণ: ৩৭ (১৯১৬-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭, ২০১৯)
প্যানআমেরিকান চ্যাম্পিয়নশিপ
- অংশগ্রহণ: ৩ (১৯৫২-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫২, ১৯৫৬)
কনফেডারেশন্স কাপ
- অংশগ্রহণ: ৭ (১৯৯৭-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৯৭, ২০০৫, ২০০৯, ২০১৩)
ফুটবলে কলম্বিয়ার অর্জন
বিশ্বকাপ
- অংশগ্রহণ: ৬ (১৯৬২-এ প্রথম)
- সেরা সাফল্য: কোয়ার্টার-ফাইনাল (২০১৪)
কোপা আমেরিকা
- অংশগ্রহণ: ২৪ (১৯৪৫-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (২০০১)
কনকাকাফ গোল্ড কাপ
- অংশগ্রহণ: ৩ (২০০০-এ প্রথম)
- সেরা সাফল্য: রানার-আপ (২০০০)
মধ্য আমেরিকান এবং ক্যারিবীয় গেমস
- অংশগ্রহণ: ২ (১৯৩৮-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৪৬)
বলিভারীয় গেমস
- অংশগ্রহণ: ৯ (১৯৩৮-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫১)
কনফেডারেশন্স কাপ
- অংশগ্রহণ: ১ (২০০৩-এ প্রথম)
- সেরা সাফল্য: চতুর্থ স্থান (২০০৩)