ব্রাজিলের খেলা: সমগ্র বিশ্বে যেখানেই ফুটবল নিয়ে মাতামাতি হবে সেখানেই ব্রাজিলের নামটি আসবে অবলীলায়। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি অল্প সময়ে এতো বেশি সাফল্য লাভ করেছে যে যা দ্বিতীয় অন্য কোন দলের দ্বারা এখনো সম্ভব হয়নি। তবে মানতে হবে বেশ কয়েক বছর ধরে ব্রাজিলের দিন ভালো যাচ্ছে না। ক্রিড়া প্রেমি ব্রাজিল ভক্তদের জন্য আমরা লিখতে বসছি ২০২৪ ও ২০২৫ সালের ব্রাজিলের সাথে কোন দলের কোন দিন খেলা আছে সেটা জানাতে।
ব্রাজিল সকল খেরার সময়সূচী ২০২৪/২০২৫
ফুটবলের যারা ভক্ত তারা সবসময় কোন দলের সাথে কোন দলের খেলা তা ইন্টারনেটে খুঁজে বেড়ায়। আমরা দিতে এসেছি ব্রাজিল ২০২৪ ও ২০২৫ সালের সেপ্টম্বর মাস পর্যন্ত কোন কোন দলের সাথে মাঠে নামবে এবং কোন তারিখ।
২০২৪ সালে ব্রাজিলের সকল খেলা
জুলাই, ২০২৪
- 03/07/2024 ব্রাজিল বনাম কলম্বিয়া, কোপা আমেরিকা ২০২৪
(বি:দ্র: ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারে সে ক্ষেত্রে জুলাই মাসে ব্রাজিলের আরো কয়েকটি ম্যাচ থাকতে পারে। তা আমরা পরে আপডেট করে দেব।)
সেপ্টেম্বর, ২০২৪
- 06/09/2024 ব্রাজিল বনাম ইকুয়েডর FIFA World Cup Qualifying – CONMEBOL
- 11/09/2024 প্যারাগুয়ে বনাম ব্রাজিল FIFA World Cup Qualifying – CONMEBOL
অক্টোবর, ২০২৪
- 11/10/2024 ব্রাজিল বনাম চিলি FIFA World Cup Qualifying – CONMEBOL
- 16/10/2024 পেরু বনাম ব্রাজিল FIFA World Cup Qualifying – CONMEBOL
নভেম্বর, ২০২৪
- 15/11/2024 ভেনেজুয়েলা বনাম ব্রাজিল FIFA World Cup Qualifying – CONMEBOL
- 20/11/2024 ব্রাজিল বনাম উরুগুয়ে FIFA World Cup Qualifying – CONMEBOL
মার্চ, ২০২৫
- 21/03/2025 ব্রাজিল বনাম কলম্বিয়া FIFA World Cup Qualifying – CONMEBOL
- 26/03/2025 আর্জেন্টিনা বনাম ব্রাজিল FIFA World Cup Qualifying – CONMEBOL
জুন, ২০২৫
- 05/06/2025 ব্রাজিল বনাম ইকুয়েডর FIFA World Cup Qualifying – CONMEBOL
- 10/06/2025 ব্রাজিল বনাম প্যারাগুয়ে FIFA World Cup Qualifying – CONMEBOL
সেপ্টম্বর, ২০২৫
- 10/09/2025 ব্রাজিল বনাম চিলি FIFA World Cup Qualifying – CONMEBOL
- 15/09/2025 বলিভিয়া বনাম ব্রাজিল FIFA World Cup Qualifying – CONMEBOL