জার্মানি বনাম স্পেন লাইভ খেলা: ইউরো কাপ ২০২৪

জার্মানি বনাম স্পেন: গতির ফুটবল খ্যাত ইউরোপ কাপ চলছে পুরোদমে। দেখতে দেখতে এখন ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল চলে এলো। এবারের ইউরো কাপে শীর্ষ ৮টি দল হলো যথাক্রমে স্পেন, জার্মানী, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও তুরস্ক।

ইউরো কাপ ২০২৪ লাইভ কোয়ার্টার ফাইনাল

ইউরোপ ফুটবলে যে কটি দেশ ফুটবল খেলে কোনটিকেই অবহেলা করা যায় না। এই অঞ্চলের প্রতিটি দল অত্যন্ত ভাল অন্য অঞ্চলের তুলনা। তবুও যারা এখন টপ আটে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা অবশ্যই বাকিদের থেকে এগেয়ে। আজ ৫ জুলাই মাঠে নামবে স্পেন ও জার্মানি। উভয় দল সেমিফাইনাল খেলার জন্য লড়াই করবে।

স্পেন বনাম জার্মানি লাইভ খেলা কখন

  • খেলার দিন: ৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবার
  • খেলার সময়: বাংলাদেশ সময় রাত ১০:০০ মিনিট
  • খেলা কোথায়: Stuttgart, Baden-Württemberg, Germany

কিভাবে দেখবেন স্পেন বনাম জার্মানি লাইভ খেলা

টিভি চ্যানেল: ভারতীয় উপমহাদেশের যে কোন দেশ (বাংলাদেশ সহ) ইউরো কাপের খেলা দেখতে চোখ রাখুন ভারতীয় টিভি নেটওয়ার্ক Sony Sports Network এবং বাংলাদেশের একমাত্র স্পোর্ট চ্যানেল T-Sport  এ। ইউরো কাপের সকল লাইভ খেলা সম্প্রচার করবে এই দুটি চ্যানেল। অপর দিকে ভারত থেকে যারা দেখবেন তারা Sony Sports Network এর মাধ্যমে খেলাটি উপভোগ করতে পারবেন।

দেশের নাম টিভি চ্যানেলের নাম
BangladeshSony Sports Network, T-Sport
India and Indian Sub-Continent Sony Sports Network
AfghanistanSony Sports Network
BahrainbeIN Sports MENA
BhutanSony Sports Network
CanadaTVA Sports, TSN/CTV, TLN
KuwaitbeIN Sports MENA
JapanAbema TV, WOWOW
MalaysiaSPOTV Malaysia
NepalSony Sports Network
OmanbeIN Sports MENA
QatarbeIN Sports MENA
Saudi ArabiabeIN Sports MENA
U.S. Virgin IslandsFox Sports USA English, fubo TV, VIX

স্পেন বনাম জার্মানি লাইভ খেলা মোবাইলে

Sportzfy TV এবং Cricfy TV নামক মোবাইল এপস দুটি ইউরো কাপের সকল খেলার লাইভ সরাসরি সম্প্রচার করবে। বলে রাখা ভাল আপনি এপসটি গুগল প্লে স্টোরে সার্চ করলে পাবেন না। Sportzfy TV এবং Cricfy TV তাদের এপসটি গুগলে রেজিস্টার করেনি তাই কোপা আমেরিকার লাইভ খেলা দেখতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে এপসটি ইন্সটল করে তারপর দেখুন।

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন-

এছাড়াও ইউরো কাপের লাইভ খেলাটি সরাসরি অনলাইনে স্ট্রিমিং দেখতে নিচে লিংকটি দেওয়া হলো। লিংকটিতে খেলাটি সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে তাদের ওয়েভ সাইট। লাইভ খেলার লিংক-০১ সচল হলে খেলাটি মোবাইলে থাকা যে কোন ব্রাউজার থেকে দেখা যাবে।

ফেইজবুকে স্পেন বনাম জার্মানি লাইভ খেলা কিভাবে দেখবেন

ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে ইউরো কাপের সকল খেলা লাইভ সম্প্রচার করছে। ফেইজবুক অন করে সার্চ অপশনে লিখুন “স্পেন বনাম জার্মানি লাইভ খেলা” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।

স্পেন বনাম জার্মানি হেড টু হেড  

ফুটবল বিশ্বে এটি স্পেন ও জার্মানি মধ্যকার প্রথম ম্যাচ নয়। এর আগে স্পেন বনাম জার্মানি মোট ২৬টি ম্যাচে মুখোমুখি দেখা হয়েছে। ২৬ বারের দেখায় জার্মানি জিতেছে ৯টি ম্যাচ এবং স্পেন জিতেছে ৮টি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ ফলাফলে কেউ জিতেনি আবার হারেও নি। এটি জার্মানি বনাম স্পেন মধ্যকার ২৭তম ম্যাচ। দেখা যাক কার জয়ের পাল্লা ভারী হয়।  

ফুটবলে জার্মানির অর্জন

  • বর্তমান র‌্যাংকিং: বর্তমান ০১

বিশ্বকাপ

  • অংশগ্রহণ: ১৯ (১৯৩৪-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪)

উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ

  • অংশগ্রহণ: ১৩ (১৯৭২-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৭২, ১৯৮০, ১৯৯৬)

কনফেডারেশন্স কাপ

  • অংশগ্রহণ: ৩ (১৯৯৯-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (২০১৭)

ফুটবলে স্পেনের অর্জন

  • বর্তমান র‌্যাংকিং: ৩ বৃদ্ধি ৩ (সর্বশেষ হালনাগাদ ১২ জানুয়ারি ২০২৪)

বিশ্বকাপ

  • অংশগ্রহণ: ১৫ (১৯৩৪-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (২০১০)

উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ

  • অংশগ্রহণ: ১১ (১৯৬৪-এ প্রথম)
  • সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৬৪, ২০০৮, ২০১২)

কনফেডারেশন্স কাপ

  • অংশগ্রহণ: ২ (২০০৯-এ প্রথম)
  • সেরা সাফল্য: রানার-আপ (২০১৩)
শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!