উরুগুয়ে বনাম আমেরিকা: ফুটবল বিশ্বে যে দলটির কথা আপনা আপনি চলে আসে সেটি হলো উরুগুয়ে। ফুটবল সংক্রান্ত যে কোন আলোচনায় উরুগুয়ে নামটি প্রসঙ্গিক আলোচনার কোরক। কারণ উরুগুয়েই প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। চলমান কোপা আমেরিকা কাপ ২০২৪ এ দারুন ফর্মে আছে দলটি। এখন পর্যন্ত গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় নিয়ে মাঠে ছেড়েছে দলটি।
উরুগুয়ে বনাম আমেরিকা কোপা আমেরিকা
আগেই বলা হয়েছে, কোপা আমেরিকা বিশ্বকাপের জনপ্রিয় দুটি দলের মধ্যে উরুগুয়ে অন্যতম। গ্রুপ পর্বের ২টি খেলায় দুটিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে দলটি।
আজকের (০২/০৭/২০২৪) খেলায় মাঠে নামবে ৪টি দল। একই সময়ে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৭ টায় এক দিকে মাঠে নামবে উরুগুয়ে বনাম যুক্তরাষ্ট্র অপর দিকে মাঠে নামবে বলিভিয়া বনাম পানামা।
উরুগুয়ে বনাম আমেরিকা লাইভ খেলা কখন
- খেলার সময়: ২ জুলাই ২০২৪ বাংলাদেশ সময় সকাল ৭.০০ মিনিট
- খেলা কোথায়: আমেরিকার Arrowhead Stadium
কিভাবে দেখবেন উরুগুয়ে বনাম আমেরিকা লাইভ খেলা
যেকোন খেলার উত্তম মাধ্যম হলো বড় পর্দার টেলিভিশিন। তবে যারা কাজের ব্যস্ততার কারনে বা যে কোন কারনে পর্দার সামনে বসে খেলা দেখার সুযোগ থাকে না তাদের জন্য মোবাইল ফোনই বর্তমানে সবচেয়ে ভাল মাধ্যম।
যারা টেলিভিশনে খেলা দেখবেন তাদের জন্য বাংলাদেশের খেলার চ্যানেল T-sports উরুগুয়ে বনাম আমেরিকা লাইভ খেলা সম্প্রচার করবে। অপর দিকে ভারত থেকে যারা দেখবেন তারা Sony Sports Network এর মাধ্যমে খেলাটি উপভোগ করতে পারবেন।
উরুগুয়ে বনাম আমেরিকা লাইভ খেলা মোবাইলে
Sportzfy TV এবং Cricfy TV নামক মোবাইল এপস দুটি কোপা আমেরিকার সকল খেলার লাইভ সরাসরি সম্প্রচার করবে। বলে রাখা ভাল আপনি এপসটি গুগল প্লে স্টোরে সার্চ করলে পাবেন না। Sportzfy TV এবং Cricfy TV তাদের এপসটি গুগলে রেজিস্টার করেনি তাই কোপা আমেরিকার লাইভ খেলা দেখতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে এপসটি ইন্সটল করে তারপর দেখুন।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন-
এছাড়াও উরুগুয়ে বনাম আমেরিকা লাইভ খেলাটি সরাসরি অনলাইনে স্ট্রিমিং দেখতে নিচে লিংকটি দেওয়া হলো। লিংকটিতে খেলাটি সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে তাদের ওয়েভ সাইট। লাইভ খেলার লিংক-০১ সচল হলে খেলাটি মোবাইলে থাকা যে কোন ব্রাউজার থেকে দেখা যাবে।
উরুগুয়ে বনাম আমেরিকা লাইভ খেলা লিংক-০১
ফেইজবুকে উরুগুয়ে বনাম আমেরিকা লাইভ খেলা কিভাবে দেখবেন
ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে কোপা আমেরিকা ফুটবলের লাইভ খেলা সম্প্রচার করছে। ফেইজবুক অন করে সার্চ অপশনে লিখুন “Argentina Vs Peru Live” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।
উরুগুয়ে বনাম আমেরিকা হেড টু হেড
ফুটবল বিশ্বে এটি উরুগুয়ে বনাম আমেরিকা মধ্যকার প্রথম ম্যাচ নয়। এর আগে উরুগুয়ে বনাম আমেরিকা মোট ৭ বার মুখোমুখি দেখা হয়েছে। ৭ বারের দেখায় উরুগুয়ে জিতেছে ১টি ম্যাচ এবং আমেরিকা জিতেছে ২টি ম্যাচে। বাকি ৪টি ম্যাচ ফলাফলে কেউ জিতেনি আবার হারেও নি। এটি আমেরিকা ও উরুগুয়ের মধ্যকার ৮ম ম্যাচ। দেখা যাক কে জিতে ৮ম ম্যাচ।
ফুটবলে উরুগুয়ের অর্জন
বিশ্বকাপ
- অংশগ্রহণ: ১৩ (১৯৩০-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৩০, ১৯৫০)
কোপা আমেরিকা
- অংশগ্রহণ: ৪৬ (১৯১৬-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯১৬, ১৯১৭, ১৯২০, ১৯২৩, ১৯২৪, ১৯২৬, ১৯৩৫, ১৯৪২, ১৯৫৬, ১৯৫৯, ১৯৬৭, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯৫, ২০১১)
কনফেডারেশন্স কাপ
- অংশগ্রহণ: ২ (১৯৯৭-এ প্রথম)
- সেরা সাফল্য: চতুর্থ স্থান (১৯৯৭, ২০১৩)
ফুটবলে আমেরিকার অর্জন
বিশ্বকাপ
- অংশগ্রহণ: ১০ (১৯৩০-এ প্রথম)
- সেরা সাফল্য: তৃতীয় স্থান (১৯৩০)
কনকাকাফ গোল্ড কাপ
- অংশগ্রহণ: ১৭ (১৯৮৫-এ প্রথম)
- সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৯১, ২০০২, ২০০৫, ২০০৭, ২০১৩, ২০১৭)
কোপা আমেরিকা
- অংশগ্রহণ: ৪ (১৯৯৩-এ প্রথম)
- সেরা সাফল্য: চতুর্থ স্থান (১৯৯৫, ২০১৬)
কনফেডারেশন্স কাপ
- অংশগ্রহণ: ৪ (১৯৯২-এ প্রথম)
- সেরা সাফল্য: রানার-আপ (২০০৯)