আর্জেন্টিনা বনাম ব্রাজিল লাইভ || বৌদ্ধবার্তা
ফুটবল বিশ্বকাপ ২০২২ শেষ হয়েছে অনেক আগে এখন চলছে বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর প্রস্তুতি। বাছায় পর্ব চলছে বিশ্বজুড়ে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ মুখিমুখি হচ্ছে তাদের চির প্রতিধন্দি ব্রাজিল।
আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি শুরু হবে ২৬ মার্চ ২০২৫ বাংলাদেশ সময় ভোর ৬ টা বাজে। ম্যাচটি আর্জেন্টিনা ও ব্রাজিল উভয় দলের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ কারণ এর আগে ব্রাজিল যদি এই ম্যাচে জিতে তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে আর আর্জেন্টিনা জিতলে তারাই শীর্ষে থাকবে। মেসির হাত ধরে আরেকটি বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে ওঠুক অবশ্য তেমনটা চায় আর্জেন্টিনার সমর্থকরা। অপর দিকে ব্রাজিল হেক্সা জয়ের মিশন শুরু করেছে অনেক আগে।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা
কোথায় অনুষ্ঠিত হবে: Estadio Monumental in Buenos Aires, Argentina
কখন অনুষ্ঠিত হবে: ২৬ মার্চ, ২০২৫, বাংলাদেশ সময়: সকাল ৬টা।
কিভাবে দেখবেন ব্রাজিল বনাম আর্জেন্টিনা লাইভ ম্যাচ
দুঃখজনক হলেও সত্য যে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচ ভারতীয় উপমহাদেশের কোন টিভি চ্যানেলে সম্প্রচার করবে না। বৌদ্ধবার্তার পাঠক সমাজ ও আর্জেন্টিনা তথা ফুটবল ভক্তদের জন্য আমরা নিয়ে আসছি গোপন একটি এপ্লিকেশন যেখানে আপনি বিশ্বের সকল খেলা বিনামূল্যে লাইভ দেখতে পারবেন।
মোবাইলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লাইভ খেলা
Sportzfy TV নাক মোবাইল এপসটি ব্রাজিল বনাম আর্জেন্টিনা লাইভ খেলা সরাসরি সম্প্রচার করবে। বলে রাখা ভাল আপনি এপসটি গুগল প্লে স্টোরে সার্চ করলে পাবেন না। Sportzfy TV তাদের এপসটি গুগলে রেজিস্টার করেনি তাই এই এপসে খেলা দেখতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে এপসটি ইন্সটল করে তারপর দেখুন।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন-
এছাড়াও ব্রাজিল বনাম আর্জেন্টিনা লাইভ খেলাটি সরাসরি অনলাইনে স্ট্রিমিং দেখতে নিচে দুটি লিংক দেওয়া হলো। লিংক দুটিতে খেলাটি সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে তাদের ওয়েভ সাইট। আর্জেন্টিনা বনাম ব্রাজিল লাইভ খেলা লিংক-০১ এবং আর্জেন্টিনা বনাম ব্রাজিল লাইভ খেলা লিংক-০২ সচল হলে খেলাটি মোবাইলে থাকা যে কোন ব্রাউজার থেকে দেখা যাবে।
ফেইজবুকে আর্জেন্টিনা বনাম ব্রাজিল লাইভ খেলা কিভাবে দেখবেন
ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে বিশ্বকাপ ফুটবলের বাছায় পর্ব লাইভ খেলা সম্প্রচার করছে। ফেইজবুক অন করে সার্চ অপশনে লিখুন Argentina Vs Brazil Live তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।
আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে হেড টু হেড
আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি ১১৪ বার লড়াইয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে ৪৬ বার এবং আর্জেন্টিনা জিতেছে ৪২ বার। বাকি ২৬টি ম্যাচ ড্র হয়েছে। আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠে ও মাঠের বাইরে সবসময় চির প্রতিদ্বন্ধি। তাদের জয় পরাজয় প্রায় সমান সমান।
- মোট ম্যাচ: ১১৪
- আর্জেন্টিনা জয়: ৪২
- ব্রাজিল জয়: ৪৬
- ম্যাচ ড্র: ২৬
২০২৬ বিশ্বকাপ কনমেবলের যোগ্যতা অর্জনের পয়েন্ট টেবিল
Rank | Country | Played | Record (W-D-L) | Goal Differential | Points |
1 | Argentina | 13 | 09/01/03 | 15 | 28 |
2 | Ecuador | 13 | 07/04/02 | 8 | 22 |
3 | Brazil | 13 | 06/03/04 | 7 | 21 |
4 | Uruguay | 13 | 05/05/03 | 7 | 20 |
5 | Paraguay | 13 | 05/05/03 | 2 | 20 |
6 | Colombia | 13 | 05/04/04 | 4 | 19 |
7 | Bolivia | 13 | 04/01/08 | -16 | 13 |
8 | Venezuela | 13 | 02/06/05 | -5 | 12 |
9 | Peru | 13 | 02/04/07 | -10 | 10 |
10 | Chile | 13 | 02/03/08 | -12 | 9 |
আর্জেন্টিনা বনাম ব্রাজিল সম্ভাব্য একাদশ
Brazil possible starting lineup: Bento; Vanderson, Marquinhos, Ortiz, Arana; Joelinton, Andre; Rodrygo, Raphinha, Vinicius; Pedro
Argentina possible starting lineup: Martinez; Molina, Romero, Otamendi, Tagliafico; De Paul, Mac Allister; Simeone, Fernandez, Almada; Alvarez