বৌদ্ধবার্তা ডেস্ক | রামু:
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ প্রতিষ্ঠার ৭ম বর্ষ উদযাপন সম্পন্ন হয়েছে। ৩১ জানুয়ারি, শুক্রবার, দুপুরে পরিষদের কেন্দ্রীয় কার্যালয় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের প্রতিষ্ঠাকালীন মান্যবর প্রধান উপদেষ্ঠা, মাননীয় উপসংঘরাজ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের স্মরণে বৈকালিক সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং তাঁর পুণ্যস্মৃতির স্মরণে প্রবর্তিত কলেজ পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র/ছাত্রীদের মাঝে পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের শিক্ষাবৃত্তি প্রদান এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ এ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্মপাল মহাথের সভাপতিত্ব করেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্বিবদ্যালয়ের অধ্যাপক ও চট্রগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড. জিনবোধি মহাথের। বিশেষ আলোচক উপস্থিত ছিলেন উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথের। সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাথের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইনচার্ সোমেন বড়ুয়া। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শুভংকর বড়ুয়া
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, পরিষদের সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয়, জাতীয় ও বৌদ্ধ সুরক্ষা পরিষদের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। এরপর পূজনীয় ভিক্ষুসংঘ ও অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।