মিয়ানমারে বিমান হামলায় বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৪১

মিয়ানমার: শুক্রবার ও রবিবার মিয়ানমার সরকারের যুদ্ধবিমানের পৃথক বিমান হামলায় নারী-শিশু ও বৌদ্ধ ভিক্ষুসহ কমপক্ষে ৪১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। হামলাগুলো মান্দালয় অঞ্চলের একটি জনাকীর্ণ বাজার এবং শান রাজ্যের একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে চালানো হয়।

তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং স্থানীয় সূত্র অনুসারে, রবিবার বিকেলে উত্তর শান রাজ্যের তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) নিয়ন্ত্রিত শহর নওংখিওতে সেইন ইয়াদানার মঠে একটি যুদ্ধবিমান চারটি ২৫০ পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করে, এতে ১৪ জন নিহত হন।

যুদ্ধবিমানটি বৌদ্ধ বিহারে মেশিনগান ব্যবহার করেও হামলা চালায়, যেখানে টিএনএলএ ও সামরিক সরকারের মধ্যে সংঘর্ষের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় প্রতিবেদন অনুসারে, নিহতদের মধ্যে আটজন নবীন বৌদ্ধ ভিক্ষুসহ ১জন অধ্যক্ষ। এছাড়া ১৩ জন বৌদ্ধ ভিক্ষুসহ মোট ১৭ জন আহত হয়েছেন।

এই হামলাগুলো মিয়ানমারের চলমান সংঘাতের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সামরিক বাহিনী ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতার নিন্দা জানিয়ে আসছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!