বৌদ্ধবার্তা ডেস্ক: টেকনাফ, ২৯ ডিসেম্বর ২০২৪:
কক্সবাজারের টেকনাফে দক্ষিণ হ্নীলা বড় বৌদ্ধ বিহারের সীমা ঘরে আবারও দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, যার ফলে বিহারের মূল্যবান জিনিসপত্র এবং বুদ্ধমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ। হামলার পর, বাংলাদেশ বৌদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরোর নেতৃত্বে একদল ভিক্ষু দক্ষিণ হ্নীলা বড় বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে, বিহারের পিলারের শেষাংশ এবং বিহারের চারপাশে অবৈধ দখলদারদের নির্মিত ঘরবাড়ি দেখা যায়। এছাড়া, বিহারের দক্ষিণে অবস্থিত সীমা ঘরের বুদ্ধ মূর্তির মাথায় আঘাত করার পর মুকুটটি উপড়ে ফেলতে দেখা যায়, যা দেখে ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরো দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “বিগত প্রবারণার পূর্ণিমার সময় আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে দক্ষিণ হ্নীলা বড় বৌদ্ধ বিহারের অবস্থা জানিয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছিলাম। এর পরও, এই ধরণের হামলা অত্যন্ত দুঃখজনক।”
এদিন, ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরো আরও বলেন, “আমি সেনা প্রধানকে জানাবো যে, বিহারে বুদ্ধমূর্তির মাথায় মুকুট ছিল, কিন্তু এক মাস পর এখন তা ভেঙে ফেলা হয়েছে, যা অত্যন্ত শোকজনক।” তিনি দাবি করেন, বিহারের উন্নতি এবং নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, যেমন: বুদ্ধানন্দ মহাথেরো, উপাধ্যক্ষ, ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, কুশলায়ন মহাথেরো, অধ্যক্ষ, শৈলরডেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহার, আশিন প্রজ্ঞাবোধি মহাথেরো, ঐতিহাসিক উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বিহার, পাতারবাড়ী, উথেনয়াইন, তথ্যমন্ত্রী, রাখাইন বৌদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কক্সবাজার, মহা সিংদোগ্রী, সদস্য, কক্সবাজার, উইমালাছারা মহাথেরো, সভাপতি, কক্সবাজার, থোয়াইঅং বুবু, সভাপতি, দক্ষিণ হ্নীলা বড় বৌদ্ধ বিহার সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও দায়ক-দায়ীকা গণ।
পরিদর্শনকালে ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরো ত্রিপিটক থেকে সূত্র পাঠ করে দেশ, সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর মঙ্গল কামনা করেন। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্যে করে বলেন, “আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে শান্তি ও সম্প্রীতির দিকে নজর দিয়ে চলব, এবং এই ধরণের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
এই হামলার ঘটনায় স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।