রতন টাটার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুর সূত্র পাঠ

রতন টাটার: ভারতীয় শিল্পপতি রতন টাটার অন্তেষ্ঠিক্রিয়া অনুষ্ঠানে বৌদ্ধধর্মীয় সূত্র পাঠের মাধ্যমে তার পরলোকিক শান্তি কামনা করা হয়েছে। ভারতীয় মিড়িয়ার একটি ভিডিওতে দেখা গেছে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছে।

ভারতে প্রচলিত ভিবিন্ন ধর্মের ধর্ম যাজকগণ তাদের নিজ নিজ রীতিতে প্রার্থনা করেছে অনুষ্ঠানে। এক পর্যায়ে একজন বৌদ্ধ ভিক্ষু তিন বার নমো তস্স পাঠ করার পর রতন সূত্রের কিছু অংশ পাঠ করে রতন টাটা’র জন্য প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা গত বুধবার ৯ অক্টোবর মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

রতন টাটা’র পরিবার ছিল পারসি ধর্মাবলম্বী। ব্যক্তিগত জীবনে তার সফলতা ও মানবিক চরিত্রের নানা কথা সামনে আসলেও তার ধর্মাচারের দৃশ্য খুব একটা সামনে আসেনি। রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায়। তার মরদেহ বৈদ্যুতিক চুল্লিতে দাহ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

রীতি অনুযায়ী পারসিদের মৃতদের খায় চিল-শকুনে। পারসি সম্প্রদায়ের ধর্মীয় আচার অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তার অন্যতম হলো- মৃতদেহ সৎকারের প্রক্রিয়া। তারা হিন্দুদের মতো মৃতদেহ দাহ করেন না, মুসলিম ও খ্রিস্টানদের মতো কবরও দেন না।

পারসিদের মৃতদেহ নির্দিষ্ট প্রক্রিয়া শেষে নিয়ে যাওয়া হয়- টাওয়ার অব সাইলেন্সে। কলকাতার বেলেঘাটায় এমন একটি স্থাপত্য আছে, যাকে ডাখমা বলা হয়। এটাই জরথুস্ত্রীয় ধর্মাবলম্বী অর্থাৎ পারসি সম্প্রদায়ের শেষকৃত্য স্থান। স্থাপনাটি একটু উঁচুস্থানে তৈরি গোল টাওয়ার বিশেষ। সেখানে মৃতদেহ খোলা আকাশের নিচে সূর্যের আলোয় রেখে আসা হয়। তারপর শকুন, চিল, কাক সেই মৃতদেহ ছিঁড়ে খুবলে খায়। মুম্বাইয়ের দুঙ্গারওয়াডিতে টাওয়ার অব সাইলেন্স রয়েছে।

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!