ভারত বনাম অস্ট্রেলিয়া: বিশ্বে দিন দিন বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা। উপমহাদেশের সবকটি দেশের সবচেয়ে প্রিয় খেলার নাম ক্রিকেট। বাংলাদেশের মতো দেশে ক্রিকেট নিয়ে নিয়ে এখন চায়ের দোকানেও আলোচনা হয়। এখন চলছে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩, তাই আমরা কেন পিছিয়ে থাকবো। চলুন দেখে আসি অস্ট্রেলিয়া বনাম ভারত লাইভ খেলা।
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ নিয়ে আমাদের প্রতিদিনের পোস্ট আপনাকে ক্রিকেট সম্পর্কে অনেক কিছু নতুন নতুন তথ্য দিবে যা আপনি আগে জানতেন না।
ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা আপডেট
- খেলার সময়: ৮ অক্টোবর, ২০২৩, বাংলাদেশ সময় দুপুর ২টা
- খেলার স্থান: MA Chidambaram Stadium, Chennai
- খেলার ফলাফল: জানানো হবে
কোন দেশে কোন টিভিতে অস্ট্রেলিয়া বনাম ভারত লাইভ খেলা দেখাবে
নিচের তালিকা থেকে জেনে নিন ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা কোন দেশের কোন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।
দেশ (এলাকা) | টিভি চ্যানেলের নাম |
বাংলাদেশ | গাজী টিভি (GTV), টি-স্পোর্টস (T-Sports), BTV |
ভারত | স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports) |
পাকিস্তান | পিটিভি (PTV), এস্পোর্টস (Asports) |
শ্রীলঙ্কা | SLRC (Channel Eye) |
আফগানিস্তান | RTA Sports, Ariana TV |
মালেয়শিয়া | Astro Cricket |
নেপাল | Star Sports |
অস্ট্রেলিয়া | Fox Sports, Channel 9, Kayo, Foxtal |
যুক্তরাজ্য | Sky Sports Cricket |
যুক্তরাষ্ট্র | Willow TV, Willow Xtra |
দক্ষিণ আফ্রিকা | SuperSports |
নিউজিল্যান্ড | Sky Sports, Sky Sports 3 |
কানাডা | Willow TV Canada |
ক্যারিবিয়ান | ESPN, ESPN 2 |
হংকং | Astro Cricket (PCCW), Yupp Tv |
সিঙ্গাপুর | Astro Cricket (Singtel) |
উত্তর-পূর্ব এশিয়া | Yupp TV |
মেনা | Etisalat (Cricket Life Max), Starzpay |
কেন্দ্রিয় ইউরোপ | Yupp TV |
পেসিপিক আইল্যান্ডস | Yupp TV |
মোবাইলে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখুন
ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JeoCinema) এবং বাংলাদেশী মোবাইল এপ্লিকেশন টপি (Toffe) বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সমগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করার কথা আছে। সেই হিসেবে অস্ট্রেলিয়া বনাম ভারত লাইভ খেলাটি আপনারা উপরে উল্লেখিত মোবাইল এপস দুটিতে দেখতে পারবেন। তবে টপি এবং জিওসিনেমা নামক মোবাইল এপস দুটিতে খেলা দেখতে আপনাকে একটি ফি পরিশোধ করতে হবে। সেটি হতে পারে দৈনিক, সপ্তাহিক বা মাসিক।
>> বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সম্পূর্ণ সময়সূচী এখানে
ফ্রিতে কিভাবে মোবাইলে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
মোবাইলে ফ্রিতে অস্ট্রেলিয়া বনাম ভারত লাইভ খেলা দেখার সবচেয়ে ভাল উপায় হলো ফেইজবুক তবে ফেইজবুকে যেসব পেইজ খেলা সম্প্রচার করে তাদের বেশির ভাগের বৈধ অনুমতি নাই তাদের স্ট্রিমিং ঘনঘন বন্ধ হয়ে যায়। কাজেই আপনারা Sportzfy TV নামক মোবাইল এপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। লাইফ টাইম ফ্রিতে সব ধরনের লাইভ খেলা দেখার গরীবের বন্ধু এপ্লেকেশন Sportzfy TV মোবাইল এপ্লিকেশন।
ফেইজবুকে অস্ট্রেলিয়া বনাম ভারত লাইভ খেলা দেখার উপায়
ফেইজবুক বর্তমানে এমন একটি মাধ্যম যার মাধ্যমে দেখা যায় না এমন কোন বিষয় আর বাকি নাই। লাইভ টক শো, খবর, লেখাপড়া, খেলাধুলা সব কিছু এখন ফেইজবুকে উপভোগ করা সম্ভব। তাই অস্ট্রেলিয়া বনাম ভারত লাইভ খেলা ফেইজবুকে দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
Facebook লাইভ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-
- ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
- ধাপ-০২: এবার লিখুন India Vs Australia Live
- ধাপ-০৩: নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে অস্ট্রেলিয়া বনাম ভারত লাইভ খেলা উপভোগ করুন।