বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: পুরোদমে চলছে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩। আজ টুর্নামেন্টের ১১তম ম্যাচ। মাঠে থাকছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। বিশ্বকাপে বাংলাদেশ ও নিউজিল্যান্ড উভয় দলের ৩য় ম্যাচ। ইতোমধ্যে বাংলাদেশ ২ ম্যাচের ১টিতে জয় এবং একটি হার দিয়ে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ অবস্থানে এবং নিউজিল্যান্ড ২টিতে ২টি ম্যাচ জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের পয়েন্ট টেবিল

দলম্যাচজয়পরাজয়ড্রNRপয়েন্টNRR
নিউজিল্যান্ড+১.৯৫৮
ভারত+১.৫০০
পাকিস্তান+০.৯২৭
দক্ষিণ আফ্রিকা+২.০৪০
ইংল্যান্ড+.৫৫৩
বাংলাদেশ-০.৬৫৩
অস্ট্রেলিয়া-০.৮৮৩
শ্রীলঙ্কা-১.১৬১
নেদারল্যান্ডস-১.৮০০
আফগানিস্তান-১.৯০৭
পয়েন্ট টেবিল: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড বিশ্বকাপ লাইভ খেলা

বিশ্বকাপের  মতো মঞ্চে এই দুই দেশের বেশ উপভোগ্য। কোথায় কিভাবে দেখবেন আজকের বিশ্বকাপ লাইভ খেলা তা নিয়ে ভাবছেন? তাহলে এখান জেনে নিন কোথায়, কখন, কোন টিভি চ্যানেলে, কোন মোবাইল এপসে সরাসরি সম্প্রচার করবে সে সম্পর্কে।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা আপডেট

  • কোথায় হবে: MA Chidambaram Stadium in Chennai
  • কখন হবে: ১৩ অক্টোবর, বাংলাদেশ সময় দুপুর ২:৩০

>>বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সম্পূর্ণ খেলার সময়সুচী

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা কোথায় দেখবেন

টেলিভিশন চ্যানেল, অনলাইন, ইউটিউভ, মোবাইল এপস সব গুলো মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা। সবগুলো মাধ্যমের মধ্যে টেলিভিশনে খেলা দেখার অভিজ্ঞতা সবচেয়ে ভাল। বর্তমান বড় পর্দার টিভিগুলোতে খেলা দেখলে মনে হয় গ্যালারিতে বসে খেলা দেখা হচ্ছে। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা দেখের জন্যমাধ্যম গুলোর ধারাবাহিক সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা টিভিতে

বাংলাদেশে যে সব টিভি চ্যানেল বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর মধ্যকার লাইভ খেলা দেখাবে তাদের মধ্যে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল BTV, গাজী টিভি(GTV), টি-স্পোর্টস (T-Sports) ইত্যাদি অন্যতম।

ভারতে খেলাটি দেখতে টিউন করুন Star Sports এর সবগুলো চ্যানেল। স্টার স্পোর্টস নেটওয়ার্কের আওতায় যে চ্যানেলগুলো বিশ্বকাপ খেলা দেখাবে সেগুলো হলো-

Star Sports: Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 HD Hindi, Star Sports SELECT 1, Star Sports SELECT 1 HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Bangla, Star Sports 1 Marathi on Asianet Plus SD (For 9 India + Semis+ Final), Star Sports Select 1, Star Sports Select 1 HD ইত্যাদি।

মোবাইলে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা দেখবেন

মোবাইলে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর মধ্যকার লাইভ খেলাটি দেখতে আপনি দুটি মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। ১টি বাংলাদেশী মোবাইল এপ্লিকেশন টপি (Toffey) এবং অন্যটি ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JioCinema)। তবে উল্লেখিত এপস দুটিতে লাইভ খেলা দেখতে অবশ্য ‘ভিআইপি’ সাবস্ক্রিপশন কিনতে থাকতে হবে। তাই আমরা এখন সন্ধ্যান দেবো কিভাবে ফ্রিতে আজীবন মোবাইলে সকল খেলা দেখবেন।

ফ্রিতে মোবাইল ফোনে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ লাইভ খেলা

ফ্রিতে মোবাইল ফোনে বিশ্বকাপের সব খেলা লাইভ দেখতে Sportzfy Tv Application টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তবে বলে রাখা ভালো যে Sportzfy Tv মোবাইল এপসটি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

Sportzfy TV ডাউনলোড

উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে এবং কম্পিউটারে বিশ্বকাপের লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা লিংক -০১

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা লিংক -০২

ফেইজবুকে লাইভ খেলা কিভাবে দেখবেন

ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে বিশ্বকাপের খেলা সম্প্রচার করছে। ফেইজবুক ওপেন করে সার্চ অপশনে লিখুন “Bangladesh Vs New Zealand” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।

Facebook এ লাইভ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-

  • ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
  • ধাপ-০২: এবার লিখুন Bangladesh Vs New Zealand
  • ধাপ-০৩: নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে লাইভ খেলা উপভোগ করুন।
শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!