বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ইতোমধ্যে বিশ্বকাপের বিষ মরেছে বাংলাদেশের। এখন শুধু বলছে ছেড়ে দে বাবা কেঁদে মরি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের অবস্থা। আজ মাঠে নামছে টাইগার বাহিনী সিংহ বাহিনীর বিরুদ্ধে। বাংলাদেশ বনাম শ্রীলংকা আসরের ৩৮তম ম্যাচ। অপর দিকে সিংহ বাহিনীর অবস্থাও অতটা ভালো না। উভয় দল ৭টি করে ম্যাচ খেলে ফেলেছে ইতোমধ্যে। বাংলাদেশ এখন পর্যন্ত কেবল একটি ম্যাচ জিতেছে আর শ্রীলঙ্কা জিতেছে দুটি। বাংলাদেশ পয়েন্ট টেবিলে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের ঠিক উপরে ৯ নম্বরে অবস্থান করছে। এদিকে শ্রীলঙ্কা অবস্থান করছে ৭ নম্বরে। দেখি আজ বাঘ সিংহের লড়াইয়ে কে এগিয়ে থাকে।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বিশ্বকাপ আপডেট
- খেলার স্থান: Arun Jaitley Stadium, Delhi
- খেলার সময়: Bangladesh vs Sri Lanka, 38th Match – November 6 at 2:30 PM
- খেলার ফলাফল: আপডেট করা হবে
আরো পড়ুন>> বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সম্পূর্ণ খেলার সময়সুচী
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা কোথায় দেখবেন
টেলিভিশন চ্যানেল, অনলাইন, ইউটিউভ, মোবাইল এপস এবং ফেইজবুক সব গুলো মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা। সবগুলো মাধ্যমের মধ্যে টেলিভিশনে খেলা দেখার অভিজ্ঞতা সবচেয়ে ভাল। বর্তমান বড় পর্দার টিভিগুলোতে খেলা দেখলে মনে হয় গ্যালারিতে বসে খেলা দেখা হচ্ছে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা দেখার জন্য মাধ্যম গুলোর ধারাবাহিক সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা টিভিতে
বাংলাদেশে যে সব টিভি চ্যানেল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা দেখাবে তাদের মধ্যে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল BTV, গাজী টিভি(GTV), টি-স্পোর্টস (T-Sports) ইত্যাদি অন্যতম।
ভারতে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ লাইভ খেলা দেখতে টিউন করুন Star Sports এর সবগুলো চ্যানেল। স্টার স্পোর্টস নেটওয়ার্কের আওতায় যে চ্যানেলগুলো AvsB লাইভ খেলা দেখাবে সেগুলো হলো-
Star Sports: Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 HD Hindi, Star Sports SELECT 1, Star Sports SELECT 1 HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Bangla, Star Sports 1 Marathi on Asianet Plus SD (For 9 India + Semis+ Final), Star Sports Select 1, Star Sports Select 1 HD ইত্যাদি।
মোবাইলে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা
মোবাইলে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর লাইভ খেলা দেখতে আপনি দুটি মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। ১টি বাংলাদেশী মোবাইল এপ্লিকেশন টপি (Toffey) এবং অন্যটি ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JioCinema)। তবে উল্লেখিত এপস দুটিতে AVsB লাইভ খেলা দেখতে অবশ্য ‘ভিআইপি’ সাবস্ক্রিপশন কিনতে থাকতে হবে। তাই আমরা এখন সন্ধ্যান দেবো কিভাবে ফ্রিতে আজীবন মোবাইলে সকল খেলা দেখবেন।
ফ্রিতে মোবাইল ফোনে লাইভ লাইভ খেলা
ফ্রিতে মোবাইল ফোনে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা খেলা লাইভ দেখতে Sportzfy Tv Application টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তবে বলে রাখা ভালো যে Sportzfy Tv মোবাইল এপসটি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে এবং কম্পিউটারে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা লিংক -০১
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা লিংক -০২

ফেইজবুকে লাইভ খেলা কিভাবে দেখবেন
ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর খেলা সম্প্রচার করছে। ফেইজবুক ওপেন করে সার্চ অপশনে লিখুন “Bangladesh Vs Sri Lanka Live” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।
Facebook এ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-
- ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
- ধাপ-০২: এবার লিখুন Bangladesh Vs Sri Lanka Live
- ধাপ-০৩: এরপর অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা লাইভ খেলা উপভোগ করুন।
যে সব টিভিতে বিশ্বকাপ ক্রিকেট লাইভ খেলা দেখাবে তার তালিকা
এলাকা (দেশ) | টিভি চ্যানেল |
---|---|
বাংলাদেশ | গাজী টিভি (GTV), টি-স্পোর্টস (T-Sports), BTV |
ভারত | স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports) |
পাকিস্তান | পিটিভি (PTV), এস্পোর্টস (Asports) |
শ্রীলঙ্কা | SLRC (Channel Eye) |
আফগানিস্তান | RTA Sports, Ariana TV |
মালেয়শিয়া | Astro Cricket |
নেপাল | Star Sports |
অস্ট্রেলিয়া | Fox Sports, Channel 9, Kayo, Foxtal |
যুক্তরাজ্য | Sky Sports Cricket |
যুক্তরাষ্ট্র | Willow TV, Willow Xtra |
দক্ষিণ আফ্রিকা | SuperSports |
নিউজিল্যান্ড | Sky Sports, Sky Sports 3 |
কানাডা | Willow TV Canada |
ক্যারিবিয়ান | ESPN, ESPN 2 |
হংকং | Astro Cricket (PCCW), Yupp Tv |
সিঙ্গাপুর | Astro Cricket (Singtel) |
উত্তর-পূর্ব এশিয়া | Yupp TV |
মেনা | Etisalat (Cricket Life Max), Starzpay |
কেন্দ্রিয় ইউরোপ | Yupp TV |
পেসিফিক আইল্যান্ডস | Yupp TV |
Probable XI of Sri Lanka: Pathum Nissanka, Kusal Perera/Dimuth Karunaratne, Kusal Mendis (c & wk), Sadeera Samarawickrama, Charith Asalanka, Angelo Mathews, Dunith Wellalage/Dhananjaya de Silva, Maheesh Theekshana, Kasun Rajitha, Dushmantha Chameera, Dilshan Madushanka.
Probable XI of Bangladesh: Litton Das, Mehidy Hasan Miraz, Najmul Hossain Shanto, Shakib Al Hasan (c), Mushfiqur Rahim (wk), Mahmudullah, Towhid Hridoy, Mahedi Hasan/Nasum Ahmed, Taskin Ahmed, Mustafizur Rahman, Shoriful Islam.
Did you know?
- Teams batting first have won seven of the nine ODIs in Delhi since 2013, and three out of four in this World Cup.
- Of all the venues used for this World Cup, Delhi has the highest economy rate (7.25), and the worst average (43.65) for pacers.
- Shakib Al Hasan has gone wicketless in 13 of the 26 ODI innings he has bowled in against Sri Lanka.
- Bangladesh collectively average 18.87 against pace in the 2023 World Cup, which is the lowest among all teams.
Squads: Bangladesh Vs Sri Lanka Live
Sri Lanka Squad: Pathum Nissanka, Dimuth Karunaratne, Kusal Mendis(w/c), Sadeera Samarawickrama, Charith Asalanka, Angelo Mathews, Dushan Hemantha, Dushmantha Chameera, Maheesh Theekshana, Kasun Rajitha, Dilshan Madushanka, Dhananjaya de Silva, Kusal Perera, Chamika Karunaratne, Lahiru Kumara, Dunith Wellalage.
Bangladesh Squad: Tanzid Hasan, Litton Das, Najmul Hossain Shanto, Mushfiqur Rahim(w), Mahmudullah, Shakib Al Hasan(c), Towhid Hridoy, Mehidy Hasan Miraz, Taskin Ahmed, Mustafizur Rahman, Shoriful Islam, Nasum Ahmed, Mahedi Hasan, Hasan Mahmud, Tanzim Hasan Sakib.