ইংল্যান্ড বনাম আফগানিস্তান: এবারের বিশ্বকাপ অনেক কারনে তেমনটা জমছে না। এর অন্যতম কারণ হলো ইসরাইয়েল-ফিলিস্তান এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরপরও ক্রিকেট প্রেমিরা নিয়মিত খোঁজ খবর রাখছে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর। উপমহাদেশের যে সব দেশ সবচেয়ে বেশি দর্শক সমর্থক পায় তাদের মধ্যে পাকিস্তান-ভারত অন্যতম। গতকাল ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তান দূর্দান্ত এক শুরু দিয়ে আশা জাগিয়েও পারলো না ভালোভাবে ম্যাচ শেষ করতে। এভাবেই চলছে এবারের বিশ্বকাপ।
আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম ইংল্যান্ড। এখন পর্যন্ত দুটি দেশ মাত্র ২টি ওয়ান ডে খেলেছে যার দুটিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। যদিও আফগানিস্তান ক্রিকেট বিশ্বে অনেকটা নতুন কিন্তু তারা বেশ কিছু ভাল ম্যাচ খেলে জানান দিয়েছে ক্রিকেটে তাদের কতটুকু আধিপত্য আছে।
ইংল্যান্ড বনাম আফগানিস্তান বিশ্বকাপ আপডেট
- খেলার স্থান: Arun Jaitley Stadium, New Delhi
- খেলার সময়: England vs Afghanistan, 15th October, 2:30 PM
- খেলার ফলাফল: আপডেট করা হবে
>>বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সম্পূর্ণ খেলার সময়সুচী
ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা কোথায় দেখবেন
টেলিভিশন চ্যানেল, অনলাইন, ইউটিউভ, মোবাইল এপস এবং ফেইজবুক সব গুলো মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা। সবগুলো মাধ্যমের মধ্যে টেলিভিশনে খেলা দেখার অভিজ্ঞতা সবচেয়ে ভাল। বর্তমান বড় পর্দার টিভিগুলোতে খেলা দেখলে মনে হয় গ্যালারিতে বসে খেলা দেখা হচ্ছে। ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা দেখার জন্য মাধ্যম গুলোর ধারাবাহিক সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে।
ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা টিভিতে
বাংলাদেশে যে সব টিভি চ্যানেল বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ লাইভ খেলা দেখাবে তাদের মধ্যে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল BTV, গাজী টিভি(GTV), টি-স্পোর্টস (T-Sports) ইত্যাদি অন্যতম।
ভারতে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ লাইভ খেলা দেখতে টিউন করুন Star Sports এর সবগুলো চ্যানেল। স্টার স্পোর্টস নেটওয়ার্কের আওতায় যে চ্যানেলগুলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা দেখাবে সেগুলো হলো-
Star Sports: Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 HD Hindi, Star Sports SELECT 1, Star Sports SELECT 1 HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Bangla, Star Sports 1 Marathi on Asianet Plus SD (For 9 India + Semis+ Final), Star Sports Select 1, Star Sports Select 1 HD ইত্যাদি।
মোবাইলে ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
মোবাইলে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর লাইভ খেলা দেখতে আপনি দুটি মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। ১টি বাংলাদেশী মোবাইল এপ্লিকেশন টপি (Toffey) এবং অন্যটি ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JioCinema)। তবে উল্লেখিত এপস দুটিতে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ লাইভ খেলা দেখতে অবশ্য ‘ভিআইপি’ সাবস্ক্রিপশন কিনতে থাকতে হবে। তাই আমরা এখন সন্ধ্যান দেবো কিভাবে ফ্রিতে আজীবন মোবাইলে সকল খেলা দেখবেন।
ফ্রিতে মোবাইল ফোনে ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ লাইভ খেলা
ফ্রিতে মোবাইল ফোনে ইংল্যান্ড বনাম আফগানিস্তান খেলা লাইভ দেখতে Sportzfy Tv Application টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তবে বলে রাখা ভালো যে Sportzfy Tv মোবাইল এপসটি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
Sportzfy TV ডাউনলোড
উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে এবং কম্পিউটারে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।
ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা লিংক -০১
ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা লিংক -০২
ফেইজবুকে আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাইভ খেলা কিভাবে দেখবেন
ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর খেলা সম্প্রচার করছে। ফেইজবুক ওপেন করে সার্চ অপশনে লিখুন “England Vs Afghanistan Live” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।
Facebook এ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-
- ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
- ধাপ-০২: এবার লিখুন England Vs Afghanistan Live
- ধাপ-০৩: এরপর আপানকে অনেক গুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাইভ খেলা উপভোগ করুন।
যে সব টিভিতে বিশ্বকাপ ক্রিকেট লাইভ খেলা দেখাবে তার তালিকা–
এলাকা (দেশ) | টিভি চ্যানেল |
---|---|
বাংলাদেশ | গাজী টিভি (GTV), টি-স্পোর্টস (T-Sports), BTV |
ভারত | স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports) |
পাকিস্তান | পিটিভি (PTV), এস্পোর্টস (Asports) |
শ্রীলঙ্কা | SLRC (Channel Eye) |
আফগানিস্তান | RTA Sports, Ariana TV |
মালেয়শিয়া | Astro Cricket |
নেপাল | Star Sports |
অস্ট্রেলিয়া | Fox Sports, Channel 9, Kayo, Foxtal |
যুক্তরাজ্য | Sky Sports Cricket |
যুক্তরাষ্ট্র | Willow TV, Willow Xtra |
দক্ষিণ আফ্রিকা | SuperSports |
নিউজিল্যান্ড | Sky Sports, Sky Sports 3 |
কানাডা | Willow TV Canada |
ক্যারিবিয়ান | ESPN, ESPN 2 |
হংকং | Astro Cricket (PCCW), Yupp Tv |
সিঙ্গাপুর | Astro Cricket (Singtel) |
উত্তর-পূর্ব এশিয়া | Yupp TV |
মেনা | Etisalat (Cricket Life Max), Starzpay |
কেন্দ্রিয় ইউরোপ | Yupp TV |
পেসিফিক আইল্যান্ডস | Yupp TV |
Probable XI of England
Dawid Malan, Jonny Bairstow, Joe Root, Jos Buttler, Harry Brook/Ben Stokes, Liam Livingstone, Sam Curran, Chris Woakes/David Willey, Adil Rashid, Mark Wood, Reece Topley
Probable XI of Afghanistan
Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Rahmat Shah, Hashmatullah Shahidi, Azmatullah Omarzai, Mohammad Nabi, Najibullah Zadran, Mohammad Nabi, Mujeeb-Ur-Rahman, Rashid Khan, Fazalhaq Farooqi, Naveen-ul-Haq