কক্সবাজারের রামুতে ১৫০০ রোজাদার অসহায় মুসলিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বৌদ্ধ ভিক্ষু কে শ্রী জ্যোতিসেন মহাথেরো। আজ (১১/৪/২০২৩ইং) দুপুর ৩টায় রামুর রাংকুট বনাশ্রাম বৌদ্ধ বিহারের পরিচালক বৌদ্ধ ভিক্ষু কে. শ্রী জ্যোতিসেন মহাথেরো এই মহৎ কাজটি করেন।
ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে. শ্রী জ্যোতিসেন মহাথেরো তার প্রতিষ্ঠিত জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ হতে ১৫০০ অসহায় রোজাদার মুসলিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন তিনি। রামুতে এর আগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণও করেছেন কে. শ্রী জ্যোতিসেন মহাথেরো।
ইফতার সমাগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুফিজুর রহমান মুফিজ, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কিশোর বড়ুয়া, সাহাব উদ্দিন মেম্বারসহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, সাংবাদিক ও নেতৃবৃন্দ।
গ্রহীতা পরিবারগুলো রোজা মাসে এমন উপহার পেয়ে যথেষ্ট খুশি। গণমাধ্যকে তারা জানান, বর্তমানে দ্রব্য বাজারে দামের যে অবস্থা আমরা অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজনমত কিনতে পারছিনা। আজকে আমরা যে উপহারটুকু পেয়েছি তাতে আমরা খুশি।
আরো পড়ুন>>
- সান জোসে সিটিতে বৌদ্ধ বিহার নির্মাণ অনুমোদন
- প্রয়াত পন্ডিত জ্যোতিপাল মহাথোর’র প্রয়ান দিবস পালিত
- রাউজানে দেশ ও জাতির কল্যানে পরিত্রাণ সূত্রপাঠ
- রোজাদারদের ইফতার বিতরণ করেছে বৌদ্ধরা
- বৌদ্ধধর্মকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল বেলজিয়াম
- বুদ্ধ দর্শনে মানবতা
- পৃথিবীর থেকে স্বর্গের দূরত্ব কত?