ভিন্নভাবে বুদ্ধপূর্ণিমা উদযাপন করল সম্যক। শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে বৌদ্ধ শিশু কিশোরদের জন্য ভিন্নধর্মী স্টল এর আয়োজন করেছিল চট্রগ্রাম বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক”।
গেইম ও কুইজ এর মাধ্যমে শিশু কিশোরদের মাঝে বৌদ্ধিক চেতনা জাগ্রত করতে ভিন্নধর্মী এ আয়োজনের কথা জানান সম্যক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়া। তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা ও এর তাৎপর্য ছবি ও লেখার মাধ্যমে জানতে ও জানাতে এ আয়োজন।
প্রায় ২০০ এর অধিক শিক্ষার্থী গেইম ও কুইজ এ অংশগ্রহণ করে ভিন্নভাবে বুদ্ধপূর্ণিার এই আয়োজনে। অংশগ্রহণকারী ও বিজয়ীদের জন্য ছিল শিক্ষাসামগ্রী উপহার।
মূলত এ গেইম এ ছিল বিভিন্ন বৌদ্ধ তীর্থ স্থান সম্পর্কে জানা, বৌদ্ধ ধর্মীয় বিষয়ক নাম ও ধর্মীয় নানা বিষয়।
এর আগে সম্যক সংগঠনের শিশু কিশোরদের নিয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে শান্তি শোভাযাত্রায় অংশগ্রহন করে সম্যক এর সদস্যগণ।
এমন ভিন্নধর্মী আয়োজন ভবিষ্যতেও আয়োজন করার কথা চিন্তা করছে সম্যক।
আরো পড়ুন>>
- সম্যক-রাউজান শাখার বুদ্ধপূর্ণিমা উদযাপন ও বৃত্তি প্রদান সম্পন্ন
- ইলোরার কৈলাশ মন্দির প্রকৃতপক্ষে বৌদ্ধ স্তূপ
- বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের বাণী
- মিশরের বেরেনিস বন্দরে প্রাচীন বুদ্ধমূর্তি আবিষ্কার
- সমত ভাবনার পূ্র্ণাঙ্গ গাইড
- মানুষ মারা যাওয়ার পর বাড়িতে অস্তিত্ত্ব পাওয়ার কারণ কি