জ্ঞানেন্দ্রিয় স্থবির’র মহাস্থবির বরণোৎসব সম্পন্ন

ভদন্ত জ্ঞানেন্দ্রিয় স্থবির’র মহাস্থবির বরণোৎসব সম্পন্ন: বাঁশখালী উপজেলার উত্তর জলদী শ্মশানভূমি প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, ত্রিপিটক অনুবাদক বিদর্শনাচার্য ভদন্ত জ্ঞানেন্দ্রিয় স্থবির’র মহাস্থবির বরণোৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২৪ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার উত্তর জলদী শ্মশানভুমি প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসন শোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাথের সভাপতিত্বে আশীর্বাদক হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া জ্ঞানসেন ভিক্ষু শ্রামন প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথের, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শাসনকান্ডারি ভদন্ত ধর্মমিত্র মহাস্থবির।  

প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধাপক ড. জ্ঞানরত্ন মহাথের, মুখ্য আলোচক ছিলেন বিদর্শন সাধক প্রজ্ঞানিধি ভদন্ত প্রজ্ঞান্দ্রিয় মহাথের, প্রধান আলোচক ছিলেন গহিরা জেতবনারাম বিহারের অধ্যক্ষ বিদর্শনাচার্য ভদন্ত সত্যপাল মহাথের।

প্রধান জ্ঞাতি ছিলেন ভদন্ত ধর্মপাল মহাথের। বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত রাহুলপ্রিয় মহাথের, ভদন্ত জিনরতন মহাথের, ভদন্ত উপানন্দ মহাথের।

বিশেষ জ্ঞাতি ছিলেন ভদন্ত রাহুলপ্রিয় মহাথের, ভদন্ত জিনরতন মহাথের, ভদন্ত উপানন্দ মহাথের, ভদন্ত শীলানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত প্রজ্ঞারত্ন মহাথের, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, ভদন্ত ধর্মানন্দ মহাথের, ভদন্ত তিলোকানন্দ মহাথের, ভদন্ত জয়জ্যোতি থের, ভদন্ত জিননন্দ থের।

দেশনা করেন ভদন্ত জ্যোতিসেন মহাথের, ভদন্ত দেবমিত্র মহাথের। উদ্বোধক ছিলেন ভদন্ত শীলমিত্র মহাথের।

বিকেল ২ টায় মহাস্থবির বরণ ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসন ভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাথের, আশীর্বাদক ছিলেন উপসংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, উপসংঘরাজ সদ্ধর্মবারিধী প্রিয়দর্শী মহাথের, উপসংঘরাজ সদ্ধর্মনিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন বিদর্শন আচায্য ভদন্ত রত্নপ্রিয় মহাথের, বিশেষ অতিথি ছিলেন ভদন্ত বিনয়পাল মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত লোকজিৎ মহাস্থবির, মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির। উদ্বোধক ছিলেন তিলোকাবংশ মহাথের, মংগলাচরণ করেন ভদন্ত চন্দবংশ ভিক্ষু।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে গণ প্রব্রজ্যা, ৭ দিনব্যাপী ভিক্ষু শ্রামণদের ধর্মবিনয় প্রশিক্ষণ সহ নানা অনুষ্ঠানমালায় সমৃদ্ধ ছিল।

সূত্র: তথাগত অনলাইন

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!