”তীব্র প্রতিবাদ, নিন্দা জ্ঞাপন ও অতিসত্ত্বর আসামীদের আইনের আওতায় আনা হোক” এই শিরোনামে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা এর প্যাডে এক প্রতিবাদ লিপি প্রকাশ করেছে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেন উক্ত সংগঠনের মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো।
প্রতিবাদ লিপিতে যা উল্লেখ্য করা হয়েছে তা নিচে অবিকল তুলে দেওয়া হলো-
কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা শ্রাবন্তী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মজ্যোতি ভিক্ষু মহোদয় ০২/০৭/২০২৩খ্রিঃ গভীর রাতে দুর্বৃত্তদের কর্তৃক হামলার শিকার হয়, বিহারের মালামাল ও নগদ অর্থ চুরি করার সময় ভিক্ষু মহোদয় তাদেরকে দেখে ফেলায় দুর্বৃত্তরা উপর্যুপরি চুরিকাঘাত করে মারত্মকভাবে আহত করে, এতে ভিক্ষু, ভিক্ষুর শয়ন কক্ষ ও বিহার চত্বর রক্তাক্ত হয়ে যায়।
ভিক্ষুকে প্রথমত উখিয়া হাসপাতালে নেওয়া হলে, কর্তৃপক্ষ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন, কক্সবাজার হাসপাতাল আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল ৩জুলাই ২০২৩খ্রিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরবর্তীতে স্থানীয়দের ফোনের মাধ্যমে ঘটনা অবগত হওয়ার পর, উখিয়া উপজেলার সম্মানিত নির্বাহী অফিসারের সাথে বিকাল ৫.১৬মি. যোগাযোগ করি এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মহোদয়কে অনেকবার ফোন করেও পাওয়া যায়নি হয়তো তিনি ব্যস্ত ছিলেন। সর্বশেষ রাত ১০টায় অফিসার ইনচার্জ এর ওয়াটসার্পে বিষয়টি লিখিতভাবে জানানো হয়, গত ভোর রাত ৩.৫০মি. তিনি আমাকে লিখিতভাবে উত্তর দিলেন, তিনি ছুটিতে ছিলেন, বিষয়টি জানার পর তিনি চট্টগ্রাম মেডিকেলে গিয়ে ভিক্ষুকে দেখে এসছেন।
বিষয়ের উপর মামলা রুজু করা হয়েছে এবং উনার গৃহী জীবনের সন্তানের সাথে কথা বলেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ডিআইজি, পুলিশ সুপার, উখিয়া উপজেলা ও থানা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, অতিসত্ত্বর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে বৌদ্ধরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও সর্বন্তরের জনগণকে নিয়ে রাস্তায় নামতে বাদ্য হবে।
অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্ত মূলক শান্তির ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই ন্যাক্কারজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এব্যাপারে সকল প্রশাসনের শুভদৃষ্টি কামনা করছি।