কক্সবাজার জেলার রামু উপজেলার ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে ১৫০ জন কুলপুত্রকে শ্রামণ্য ধর্মে দীক্ষা দেওয়ার আয়োজন করছে রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি।
আসন্ন শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে থাই পদ্ধতিতে এ বছর ১৫০ জন কুলপুত্রদের প্রব্রজ্যা প্রদান করা হবে বলে সূত্র মারফত জানা গেছে। রামু ঐতিহাসিক রাংকুট বনাশ্রমের পরিচালক ভদন্ত কে শ্রী জ্যোতিসেন থের বিষয়টি নিশ্চিত করেন।
আগামী ১৪ মে ২০২২ ইংরেজি শনিবার, রাংকুট বনাশ্রম তীর্থস্থানে মহাসমারোহে থাই পদ্ধতিতে ১৫০ জন কুলপুত্র কে শ্রামণ্য ধর্মে দীক্ষা প্রদান করা হবে। উক্ত প্রব্রজ্যা অনুষ্ঠানে যে কোন বয়সের যে কোন পেশার লোকজন প্রব্রজ্যা দীক্ষা নিতে পারবেন। কোন ব্যাক্তি চাইলে প্রব্রজ্যা গ্রহণ করে দীর্ঘ সময় বা স্বল্প সময় থাকতে পারবেন বলে জানা গেছে।
দেশের যে কোন প্রান্ত থেকে দীর্ঘকালীন বা স্বল্পকালীন প্রব্রজ্যা (শ্রামণ) হওয়ার জন্য ইচ্ছুক ব্যাক্তি নিচের নম্বরে যোগযোগ করে নিজের প্রব্রজ্যা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে পারবেন। প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৮৮৯৫৪০১৫৫।
আরো পড়ুন>>
- জাতির জনকের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা।
- ড. জ্ঞানশ্রী মহাথেরোকে গণ সংবর্ধনা দিবে বৌদ্ধ সমিতি।
- পাকিস্তানের জাতীয় শিক্ষাক্রমে বৌদ্ধধর্ম অর্ন্তভুক্ত।
- চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পদক পাচ্ছেন ডা. কনক কান্তি বড়ুয়া।
- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।
- কৃশা গৌতমী থেরী।
- স্থবির আনন্দ থের।