ফটিকছড়িতে বৌদ্ধ শ্রামণের অনাকাঙ্খিত মৃত্যুঃ চট্টগ্রামের ফটিকছড়ির বৌদ্ধ বিহারে শ্রীমান উপানন্দ শ্রামন ওরফে তুষি মং মার্মা (১০) নামে এক শ্রমণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
তুষি মং মার্মা রাঙামাটির কাউখালী উপজেলার পাইচি মং মার্মার ছেলে। আজ মঙ্গলবার (৫ জুলাই) সকালে আব্দুল্লাহপুর দক্ষিণ বড়ুয়া পাড়া আবদুল্লাহপুর ধাতু চৈত্য বৌদ্ধ বিহারেএ ঘটনা ঘটে।
জানতে চাইলে, পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ফটিকছড়িতে আব্দুল্লাহপুর ধাতুচৈত বিহারের এক শ্রমণ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সকাল ১১টায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে তার কারণ জানাতে পারেনি পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রঃ তথাগত অনলাইন