ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. নীরু বড়ুয়া। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়ার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগে প্রভাষক পদে যোগ দেন ড. নীরু বড়ুয়া।
ড. নীরু বড়ুয়া ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালি বিভাগ থেকে ব্যচেলর ডিগ্রী, ২০০২ সালে মাস্টার্স ডিগ্রী, ২০১০ সালে এমপিল ও ২০১৭ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদেন এবং পরবর্তীতে ২০১৪ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান।
ড. নীরু বড়ুয়া, বৌদ্ধধর্ম ও নারী, ফলিত বৌদ্ধধর্ম, বৌদ্ধধর্ম এবং মানবাধিকার, পালি প্রসোডি এবং অলঙ্কারশাস্ত্র, এবং এশিয়ায় বৌদ্ধধর্ম সহ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন।
তিন পালিতে তেলকথা গাথা এবং বাংলায় বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা নামক দুটি বই রচনা করেন।
এছাড়া তিনি বিভিন্ন পত্রিকায় নারী স্বাধীনতা, পালি সাহিত্যে ব্রাহ্মণ, সর্বজনীন নীতিশাস্ত্রের প্রতি বৌদ্ধ দৃষ্টিভঙ্গি, বৌদ্ধ শিক্ষার ধারণা, থেরবাদ বৌদ্ধধর্মে জীবিকা, বুদ্ধের অষ্ট সত্য, বুদ্ধের অর্থনৈতিক ধারণা, বাংলাদেশের লোকসংস্কৃতিতে বৌদ্ধ কীর্তন, বৌদ্ধ জাতক সাহিত্যে নৈতিকতা, বুদ্ধের জীবিকা ধারণা বিষয়ে লেখা প্রকাশ করেন।
আরো পড়ুন>>
- ইউক্রেন শরণার্থীদের পাশে দাঁড়ালো বৌদ্ধ সংগঠন।
- থাইল্যান্ড অশোক স্তম্ভ পুরষ্কার পেল ভদন্ত মহিপাল।
- একুশে পদকে ভূষিত হলেন সংঘরাজ ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো।
- বুদ্ধের অনাত্মবাদ ও জন্মান্তরবাদ।
- আজান ব্রহ্মবংশ মহাথেরো।