উপ-সংঘরাজ অগ্রবংশ মহাস্থবির’র অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য বিশেষ শ্রদ্ধাদান পাঠানো হয়েছে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির পক্ষ থেকে।
জানা গেছে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির আওতাধীন সকল বিহার থেকে বিভিন্ন অংকের শ্রদ্ধাদান সংগ্রহ করে প্রয়াত, পূজনীয় উপ-সংঘরাজ অগ্রবংশ মহাস্থবির এর অন্তেষ্টিক্রিয়া উদযাপন কমিটির কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর, ২০২১ পরম পূজ্য, বিদর্শন সাধক, উপ-সংঘরাজ অগ্রবংশ মহাস্থবির চির প্রয়ান লাভ করেছেন।
এদিকে আজ ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে প্রয়াত ভান্তের অন্তেষ্টিক্রিয়া শুরু হয়ে আগামীকাল ২১ জানুয়ারি (শুক্রবার) সমাপ্ত হবে বলে জানা গেছে।
প্রয়াত ভান্তের অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আর্থিক সহায়তার মানসে শ্রদ্ধাদান পাঠানো হয়েছে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির পক্ষ থেকে।
বিশেষ সূত্রে নিচের শ্রদ্ধাদান তালিকাটি বৌদ্ধ বার্তা ডটকমের হাতে এসেছে।
একনজরে শ্রদ্ধাদান তালিকা-
ক্রমিক | বিহারের নাম | শ্রদ্ধাদান |
১ | পশ্চিম রত্না শাসন তীর্থ সুদর্শন বিহার, কোটবাজার। | ৪২১০ টাকা |
২ | পুরতন রুমখাঁ ত্রিরত্ন বিহার, মরিচ্যা | ৪৫৩৫ টাকা |
৩ | ধেছুয়া পালং শ্রদ্ধাংকুর বিহার, মরিচ্যা | ১৮০০ টাকা |
৪ | শৈলেরঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহার, উখিয়া। | ৭০০০ টাকা |
৫ | দক্ষিণ মরিচ্যা বেণুবন বিহার, মরিচ্যা। | ৪১৫০ টাকা |
৬ | রুমখাঁ মহাজন পাড়া মৈত্রী বিহার, মরিচ্যা | ২১০০ টাকা |
৭ | পূর্বরত্না আনন্দ বৌদ্ধ বিহার, কোটবাজার | ২৬০০ টাকা |
৮ | ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারম বিহার, কোটবাজার | ১৭০০০ টাকা |
৯ | পশ্চিম মরিচ্যা দ্বিপাংকুর বিহার, মরিচ্যা | ১৪০০ টাকা |
১০ | রেজুরকুল ধর্মশোক, সদ্ধর্ম বিকাশ সার্বজনীন বিহার | ৪৫০০ টাকা |
১১ | পাইন্যাসিয়া শান্তি নিকেতন বিহার, কোটবাজার | ৩৩০০ টাকা |
১২ | মধ্য রত্না রত্নাংকুর বিহার, কোটবাজার | ২৪২০ টাকা |
১৩ | কুতুপালং নবোদয় বিহার, উখিয়া | ৩৮২০ টাকা |
আরো পড়ুন>>
- মুক্তি পেয়েছে বৌদ্ধধর্মীয় শর্ট ফিল্ম বুদ্ধ পাথ হোস্টেল।
- শত শত বৌদ্ধ ভিক্ষু পালিয়েছে মন্দিরে থেকে।
- কলকাতায় খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেছে সিদ্ধার্থ ইউনাইটেড।
- পরিত্রাণ প্রার্থনা।
- প্রব্রজ্যা শীল প্রার্থনা।