আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকা এর কঠিন চীবর দান ২০২২

আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকা এর কঠিন চীবর দান ২০২২: আগামী ৪ নভেম্বর ২০২২ দানোত্তম শুভ কঠিন চীবর দানোত্তসব অনুষ্ঠিত হবে ঢাকাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মেরুল বাড্ডা। দিনটি উপলক্ষ্যে আয়োজক কমিটি দিন ব্যাপী অনুষ্ঠান সাজিয়েছে। অনুষ্ঠান সূচী মোট ৩টি পর্বে ভাগ করে সুন্দর করে প্রতিটি বিষয়ে নজর রেখে সাজিয়েছে ক্রমানুসারে।

কঠিন চীবর দানোত্তসব উপলক্ষ্যে সকলকে উদ্দেশ্য করে সুন্দর একটি আমন্ত্রণপত্র ছাপিয়েছে, আমন্ত্রপত্রটি নিচে হুবাহু তুলে দেওয়া হলো-

ভদন্ত/সুধী,

মৈত্রীময় শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন। ত্রৈমাসিক বর্ষাবাস শেষে শুভ কঠিন চীবর দান বৌদ্ধদের জাতীয় জীবনে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি এক ধর্মীয় অনুভূতি ও প্রেরণার সৃষ্টি করে। সামাজিক আবহ ও উৎসবের বর্ণাঢ্যতায় কঠিন চীবর দান বাংলাদেশ তথা বিশ্বের বৌদ্ধদের জন্য বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছরের ন্যায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবারও আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আগামী ১৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, ৪ নভেম্বর ২০২২ খ্রি:, ২৫৬৬ বুদ্ধাব্দ, শুক্রবার উদ্‌যাপিত হতে যাচ্ছে শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন-২০২২।

উক্ত মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।

এছাড়াও মাননীয় সাংসদ, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পূজনীয় ভিক্ষুসংঘ, ঢাকাস্থ বিদেশি মিশনের কূটনীতিক, বিভিন্ন বৌদ্ধ সংগঠনের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দ এবং সম্মানিত আলোচকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এ মাঙ্গলিক দানানুষ্ঠানে প্রধান ধর্মদেশক এর আসন অলংকৃত করবেন ড. ধর্মকীর্তি মহাথের এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপ-সংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির।

উক্ত পুণ্যময় অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করি।

নিবেদক-

রিপন কান্তি বড়ুয়া, চেয়ারম্যান        রঞ্জন বড়ুয়া, অর্থ সচিব       ড. জগন্নাথ বড়ুয়া, মহাসচিব

শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উদযাপন পরিষদ-২০২২

আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকা এর কঠিন চীবর দান ২০২২
আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকা এর গুগল ম্যাপ চিত্র

আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মেরুল বাড্ডা, ঢাকা এর কঠিন চীবরদান এর তিন পর্বের ধারবাহিক অনুষ্ঠানসূচী নিচে দেওয়া হলো-

অনুষ্ঠান সূচি

প্রথম পর্ব

সময়অনুষ্ঠানের বিষয়
সকাল ০৬.০০মি.জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন
সকাল ৭.০০মি.ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ
সকাল ৯.০০ মি.পূজনীয় ভিক্ষুসংঘের আসন গ্রহণ
সকাল ৯.০৫ মি.বরেণ্য ভিক্ষু সংঘের ধর্মদেশনা
সকাল ১০.৫০ মি.বুদ্ধপূজা ও শীলগ্রহণ এবং শ্রীলংকান দায়ক-নায়িকা কর্তৃক মহাসংঘদান
সকাল ১১.০৫ মি. সভাপতির ভাষণ
সকাল ১১.১৫মি. ভিক্ষুসংঘের পিণ্ডদান গ্রহণ
সকাল ১২.৩০ মি. অতিথিবৃন্দের আপ্যায়ন

দ্বিতীয় পর্ব

সময়অনুষ্ঠানের বিষয়
দুপুর ২.৩০মি. শতাধিক ভিক্ষুসংঘের আসন গ্রহণ
দুপুর ০২.৩৫ মি. পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ
দুপুর ০২.৪০মি. আমন্ত্রিত ভিক্ষুসংঘের ধর্মদেশনা
বিকেল ০৩.১৫ মি.সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য
বিকেল ০৩.২৫মি. প্রধান অতিথি ও বিশেষ অতিথির আগমন ও মঞ্চে আসন গ্রহণ
বিকেল ০৩.৩০ মি.মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ও সূচনা সংগীত
বিকেল ০৩:৩৫ মি.উদ্বোধনী ভাষণ: প্রকৌ, দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া
সভাপতি, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন
বিকেল ০৩:৪০ মি. স্বাগত ভাষণ: রিপন কান্তি বড়ুয়া
চেয়ারম্যান, শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদ
বিকেল ০৩:৪৫ মি.সাধারণ সম্পাদকের ভাষণ: ভিক্ষু সুনন্দপ্রিয়
সাধারণ সম্পাদক,বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন
বিকেল ৩.৫০মি. মহাসচিবের বক্তব্য: ড. জগন্নাত বড়ুয়া
শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন-২০২২
বিকেল ০৩.৫৫ মি.বিহারাধ্যক্ষের ধর্মদেশনাঃ ভদন্ত ধর্মমিত্র মহাথের
অধ্যক্ষ, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকা।
বিকেল ০৪.০৫ মি.প্রধান ধর্মদেশক: ড. ধর্মকীর্তি মহাথের
অধ্যক্ষ, নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহার, চট্টগ্রাম।
বিকেল ০৪.৩৫ মি.ফেডারেশনের মুখপত্র ‘দীপঙ্কর’ এর মোড়ক উন্মোচন
বিকেল ০৪.৪০ মি.সংবর্ষণ আপন: প্রফেসর ডা. দীপি বড়ুয়া
বিকেল ০৪.৪৫ মি.বিশেষ অতিথির ভাষণ: ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী
বিকেল ০৪.৫৫ মি.প্রধান অতিথির ভাষণ: ড. হাসান মাহমুদ এমপি
বিকেল ০৫.১০ মি.পঞ্চশীল প্রার্থনা
বিকেল ০৫.১৫ মি.কঠিন চীবর পরিক্রমা
বিকেল ০৫.২৫ মি.সভাপতির সমাপনী বক্তব্য
উপ-সংঘরাজ ভদন্ত শাসনপ্রিয় মহাথের
বিকেল ০৫.৪০মি.ধন্যবাদ জ্ঞানপ: রঞ্জন বড়ুয়া
অর্থসচীব, শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদ
বিকেল ০৫.৪৫ মি.পবিত্র কঠিন চীবর দান উৎসর্গ ও অনুমোদন।

তৃতীয় পর্ব

সময়অনুষ্ঠানের বিষয়
সন্ধ্যা ০৬:০০ মি.প্রদীপ পূজা ও আলোকসজ্জা এবং বাংলাদেশের সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা
সন্ধ্যা ০৬:৩০সাংস্কৃতিক অনুষ্ঠান।

সামাজিক বিতর্ক

বৌদ্ধ নারীর অধিকার সুরক্ষায় পারিবারিক আইন অপরিহার্য, ৩ নভেম্বর ২০২২, বিকেল ৫.০০ টায়, স্থান: আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মিলনায়তন, ঢাকা।

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!