আগামীকাল (২৮ জুন) মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বশান্তি ও সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা ২০২২।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মানীয় ডিন, অধ্যাপক ড. আবদুল বাছির।
সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, শ্রী শ্রী গীতা সংঘ-বাংলাদেশ এর সভাপতি নিত্যানন্দ চক্রবর্তী, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় এবং খ্রিষ্টানধর্মীয় কল্যান ট্রাস্টের সচিব নির্মল রোজারিও।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার এর পরিচালক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া। ধন্যবাদ জ্ঞানপন করবেন, ড. নীরু বড়ুয়া, চেয়ারম্যান, পালি এন্ড বুড্ডিস্ট স্ট্যাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১১ টা ৫০ মিনিটে শুরু হওয়া হবে বলে জানা গেছে।