নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মহামান্য সংঘরাজ, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ, থেরবাদ বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে কিংবদন্তী সংঘমনীষা, শাসনশোভন, মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরমহোদয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ পদে বরিত হওয়ায় ও সমাজ সেবায় রাষ্ট্রীয় সম্মান একুশে পদক প্রাপ্তিতে গণ সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বৌদ্ধ সমিতি।
আগামী ২২ এপ্রিল ২০২২, শুক্রবার, বিকাল ৩টা চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বর থেকে পূজনীয় ভান্তেকে গণ সংর্বধনা দেওয়া হবে বলে জানা গেছে।
গণ সংবর্ধনা অনুষ্ঠানের আগে ১৮ এপ্রিল থেকে শুরু হবে পবিত্র অভিধর্ম পিটকের পট্ঠান পাঠ। ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ৫দিন চলবে পাট্ঠান পাঠ। ২২ এপ্রিল পূজনীয় ভান্তেকে গণ সংবর্ধনা দেওয়ার মাধ্যমে শেষ হবে ৫ দিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠান।
পট্ঠান পাঠ পরিচালনা করবেন উত্তর জলদি শুশানভূমি প্রদর্শন মেডিটেশন সেন্টারের মহাপরিচালক এবং ত্রিপিটকের ৯টি গ্রন্থের অনুবাদক ভদন্ত জ্ঞানেন্দ্রিয় থের।
আয়োজন কমিটির পক্ষ থেকে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে।
অনুষ্ঠান মালা
পট্ঠান পাঠ শুভারম্ভ: ১৮ এপ্রিল, সোমবার, বিকাল ৪টা;
পট্ঠান পাঠ সমাপন: ২২ এপ্রিল, শুক্রবার, দুপুর ২টা
গণ সংবর্ধনা: ২২ এপ্রিল, শুক্রবার, বিকাল ৩ টা।
স্থান: চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বর, নন্দনকানন, চট্টগ্রাম।
আরো পড়ুন>>
- পাকিস্তানের পাঠ্যক্রমে বৌদ্ধধর্ম অন্তর্ভুক্ত।
- চিকিৎসাবিদ্যালয় স্বাধীনতা পদক পাচ্ছেন ডা. কনক কান্তি বড়ুয়া।
- সুমনাবংশ ভিক্ষু নিখোঁজ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান হলেন ড. নীরু বড়ুয়া।
- বুদ্ধের সার্বজনীন উপদেশ “চারি ব্রহ্ম বিহার”।
- বৌদ্ধ অনাত্মবাদ।
- বৌদ্ধ কাহাকে বলে ও তাঁহার গুরু কে।