চট্টগ্রাম বৌদ্ধ ছাত্র-ছাত্রী পরিষদের ধর্মীয় অনুষ্ঠান আগামী ২৯ জুন

মামুন বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম পলিটেকনিক বৌদ্ধ ছাত্র-ছাত্রী পরিষদ বিগত বছরের ন্যায় এইবারও বৃহত্তর আঙ্গিকে আয়োজন করতে যাচ্ছে ” বুদ্ধমূর্তি দান, বুদ্ধ পূজা, সীবলী পূজা, অর্হৎ উপগুপ্ত মহাস্থবির পূজা, সূত্রপাঠ, অষ্টউপকরণসহ সংঘদান ও একক সদ্ধর্ম দেশনা অনুষ্টান।”

আগামী ২৯ই জুলাই শুক্রবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে একক সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বহু আরণ্যিক, শ্মশানিক ও ধর্মকেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং পবিত্র ত্রিপিটকের নয়টি মূল্যবান গ্রন্থের অনুবাদকসহ,বহু গ্রন্থের রচয়িতা, উত্তর জলদি শ্মশান ভূমি প্রজ্ঞাদর্শন মেডিটেশন  সেন্টারের মহাপরিচালক পরম শ্রদ্ধেয় “ভদন্ত জ্ঞানেন্দ্রিয় স্থবির” মহোদয়।

এই বর্ণাঢ্য আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বপন কুমার বড়ুয়া (সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব, কেন্দ্রীয় কমিটি), সজীব বড়ুয়া ডায়মন্ড (সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চল), কর আইনজীবী বুলবুল বড়ুয়া (জেনারেল ম্যানাজার, জীল গ্রুপ)।

অনুষ্ঠানটি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট  অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে সামারা কনভেনশনসেন্টার, বেবি সুপার মার্কেট, ২নং গেইট নির্ধারণ করা হয়েছে।

অনুষ্টান সূচীঃ

সময়ইভেন্ট
সকাল ৭.০১ মিনিটপূজনীয় ভিক্ষুসংঘের শুভাগমন
সকাল ৭.৩০ মিনিটভিক্ষু সংঘের পিন্ডচারন
সকাল ৯.০১ মিনিটপঞ্চশীল গ্রহণ
সকাল ১১.০১ মিনিটবুদ্ধ পূজা, অষ্টউপকরণসহ সংঘদান
দুপুর ১২.০১ মিনিটঅতিথি আপ্যায়ন

২য় পর্বঃ

সময়ইভেন্ট
দুপুর ১.৩০ মিনিটএকক সদ্ধর্মদেশনা
বিকাল ৩.৩০ মিনিটসূত্রপাঠ
বিকাল ৪.১৫ মিনিটবুদ্ধমূর্তিদান
বিকাল ৪.৩০ মিনিটপুণ্যানুমোদন

কিভাবে যাবেন?

পথ পরিচিতি: (১) ২নং গেইট হতে রিক্সা বা টেম্পো যোগে বেবী সুপার মার্কেট। (২)অক্সিজেন হতে রিক্সা বা টেম্পো যোগে বেবী সুপার মার্কেট।

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!