উখিয়া উপজেলার কঠিন চীবরদান অনুষ্ঠানের বিহার ভিত্তিক তালিকা

উখিয়া উপজেলার কঠিন চীবর দান অনুষ্ঠানের বিহার ভিত্তিক তালিকা: সর্বস্তরের বৌদ্ধধর্মাবলম্বী সহ সকল বৌদ্ধ অনুরাগীদের অবগতির জন্য উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি উখিয়া উপজেলার সকল বিহারের জন্য কঠিন চীবরদান অনুষ্ঠানের বিহার ভিত্তিক তালিকা প্রকাশ করেছে।

তালিকা অনুসারে কঠিন দান অনুষ্ঠান শুরু হবে আগামী ১০ অক্টোবর ২০২২, রোজ সোমবার থেকে। তবে দিনটিতে কোন বিহারের পক্ষ থেকে কঠিন চীবরদান করার সীদ্ধান্ত নেওয়া হয়নি। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তারিক গুলো তালিকাতে ফাঁকা রাখা হয়েছে। এবার উখিয়া উপজেলা থেকে মোট ২৯টি বিহারে কঠিন চীবর দান করা হবে তা তালিকা থেকে জানা যায়।

বৌদ্ধ অনুসারীদের সুবিধার্থে উখিয়া উপজেলার সকল বিহারের কঠিন চীবর দানের তালিকাটি নিচে দেওয়া হলো:

উখিয়া উপজেলার বিহার ভিত্তিক কঠিন চীবর দানের তারিখ বন্টন তালিকা:

ক্র:নংতারিখবারবিহার
১০ অক্টোবর, ২৫ আশ্বিনসোমবারx
১১ অক্টোবর, ২৬ আশ্বিনমঙ্গলবারx
১২ অক্টোবর, ২৭ আশ্বিনবুধবারx
১৩ অক্টোবর, ২৮ আশ্বিনবৃহস্পতিবারx
১৪ অক্টোবর, ২৯ আশ্বিনশুক্রবাররুমখাঁ মহাজন পাড়া মৈত্রী বিহার, মরিচ্যা।
১৫ অক্টোবর, ৩০ আশ্বিনশনিবারদক্ষিণ মরিচ্যা বোধি বিহার, মরিচ্যা।
১৬ অক্টোবর, ৩১ আশ্বিনরবিবারx
১৭ অক্টোবর, ০১ আশ্বিনসোমবারx
১৮ অক্টোবর, ০২ আশ্বিনমঙ্গলবারx
১০১৯ অক্টোবর, ০৩ আশ্বিনবুধবাররেবতপ্রিয় ও জ্যোতিঃসেন বৌদ্ধ বিহার, উখিয়া।
১১২০ অক্টোবর, ০৪ আশ্বিনবৃহস্পতিবারবৌদ্ধ মহাশ্মশান ও ভাবনা কুঠির, কোটবাজার।
১২২১ অক্টোবর, ০৫ আশ্বিনশুক্রবার১. পশ্চিম মরিচ্যা দীপাংকুর বিহার, মরিচ্যা।
২. রাজাপালং জাদি বিহার, উখিয়া।
১৩২২ অক্টোবর, ০৬ আশ্বিনশনিবারপাইন্যাশিয়া শান্তি নিকেতন বিহার, কোটবাজার।
১৪২৩ অক্টোবর, ০৭ আশ্বিনরবিবারx
১৫২৪ অক্টোবর, ০৮ আশ্বিনসোমবারx
১৬২৫ অক্টোবর, ০৯ আশ্বিনমঙ্গলবারনলবনিয়া ধর্মরত্ন বিহার, মরিচ্যা।
১৭২৬ অক্টোবর, ১০ আশ্বিনবুধবারধেছুয়াপালং শ্রদ্ধাংকুর বিহার, মরিচ্যা।
১৮২৭ অক্টোবর, ১১ আশ্বিনবৃহস্পতিবারচৌধুরী পাড়া আর্যপোসনা বিহার, কোটবাজার।
১৯২৮ অক্টোবর, ১২ আশ্বিনশুক্রবার১. পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বিহার, মরিচ্যা।
২. হোয়াইক্ষং শাক্যমুনি বিহার, টেকনাফ।
২০২৯ অক্টোবর, ১৩ আশ্বিনশনিবার১. রেজুরকুল সদ্ধর্ম বিকাশ বিহার, কোটবাজার।
২. খয়রাতি প্রজ্ঞামিত্র বিহার, উখিয়া।
২১৩০ অক্টোবর, ১৪ আশ্বিনরবিবার১. শীলেরছাড়া শাক্যসিংহ বিহার, উখিয়া।
২. ভালুকিয়া কালাচাঁদ সার্বজনীন বিহার, কোটবাজার।
২২৩১ অক্টোবর, ১৫ আশ্বিনসোমবার১. পূর্বরত্না আনন্দ বিহার, কোটাবাজার।
২. শীলেরছাড়া সত্যপ্রিয় বিহার, উখিয়া।
২৩০১ নভেম্বর, ১৬ আশ্বিনমঙ্গলবার১. মধ্যরত্না রত্নাংকুর বিহার, কোটবাজার।
২. কুতুপালং বোধিদ্রুম বিহার, উখিয়া।
২৪০২ নভেম্বর, ১৭ আশ্বিনবুধবার১. জ্যোতি ফরেষ্ট মেডিটেশন সেন্টার, কুতুপালং।
২. উত্তর বড়বিল ধর্মপাল বিহার, মরিচ্যা।
২৫০৩ নভেম্বর, ১৮ আশ্বিনবৃহস্পতিবার১. উত্তর ঘুমধুম শান্তি বিহার, কুতুপালং।
২. রেজুরকুল ধর্মাশোক ধাতু চৈত্য বিহার, কোটবাজার।
২৬০৪ নভেম্বর, ১৯ আশ্বিনশুক্রবারশৈলেরঢেবা চন্দ্রোদয় বিহার, উখিয়া।
২৭০৫ নভেম্বর, ২০ আশ্বিনশনিবার১. কুতুপালং নবোদয় মৈত্রী বিহার, উখিয়া।
২. দক্ষিণ মরিচ্যা বেণুবন বিহার, মরিচ্যা।
২৮০৬ নভেম্বর, ২১ আশ্বিনরবিবারপূর্বরত্না মৈত্রী বিহার, কোটবাজার।
২৯০৭ নভেম্বর, ২২ আশ্বিনসোমবারপশ্চিম রত্না শাসনতীর্থ সুদর্শন বিহার, কোটবাজার।
কঠিন চীবর দানের পূর্ণাঙ্গ তালিকা
শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!