ভাইরাল সেই বৌদ্ধ ভিক্ষু মারা গেছেন

১০৯ বছর বয়সের সেই থাই বৌদ্ধ ভিক্ষু লুয়াং ফো ইয়াই মারা গেছেন। কিছু দিন আগে ফেইজবুক-টিকটক সহ অনেক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলেন থাইল্যান্ডের এই বৌদ্ধ সন্ন্যাসী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের এক ভিডিওতে দেখা যায়, তিনি তার এক নাতনিকে মাথায় হাত বুলিয়ে সূত্র পাঠ করে আশির্বাদ করছেন। তার সদয় আচরণ, দুর্বল চেহারা এবং বয়স, ভিডিওগুলোর জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছিল৷ থাই মিডিয়ার খবর মতে লুয়াং ফো ইয়াই গত ২২ মার্চ মারা গেছেন।

Buddhabarta

তার এই ভিডিও ক্লিপগুলো বিভিন্ন দেশে বিভিন্ন মিথ্যা খবরের জন্ম দিয়েছিল, কোন কোন দেশে প্রচার পেয়েছে এই সন্ন্যাসীর বয়স ১৬৩, কোন কোন দেশে তাকে ৩৯৯ বছর বয়সী মহিলা হিসেবেও পরিচয় করিয়ে দিয়েছে। গুজবগুলো এতটাই ব্যাপক হয়ে ওঠেছিল যে বিশ্বজুড়ে সত্য-পরীক্ষাকারী ওয়েবসাইটগুলো এই দাবিগুলো খণ্ডন করে নিবন্ধ পর্যন্ত লিখে৷

টিকটক ভিডিওগুলো মূলত তার নাতনি আউ আউয়ারে তার টিকটক অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। চলতি বছর জানুয়ারিতে লুয়াং ফো ইয়াই তার নিতম্ব ভেঙ্গে যাওয়ার পর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে দাদুর সাথে দেখা করতে যাওয়ার সময়ে আউ অউয়ারে এই ভিডিও ধারন করেছিল। হাসপাতালের বিছানায় সন্ন্যাসী তার নাতনির সাথে কথোপকথনের একটি ভিডিও ১৮৭.৮ মিলিয়ন ভিউ পেয়েছে।

@auyary13เมื่อเหลนน้อยมาเรียกหา หลวงตาสัมผัสได้ถึงความรักและห่วงใย เรียกมาเคาะหัวให้พรเหลนเลย สาธุๆๆ🙏🙏♬ บทเพลงสวดบารมี 30 ทัศ – ocean media

মার্চের শেষের দিকে লুয়াং ফো ইয়াই-এর মৃত্যুর পর, তার নাতনি স্মারক চিত্র হিসেবে হাসপাতলের এবং অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের কিছু ভিডিও পোস্ট করেন।

@auyary13คลิปนี้ถ่ายไว้วันที่ 18/03/65 หลวงตายังเสียงดังฟังชัด คุยเก่งอยู่เลยเนอะ ไม่คิดว่าอีก 4 วันถัดมา หลวงตาจะหนีไปเที่ยวแบบนี้ คิดถึงจัง อยากได้ยินเสียงแบบนี้อีก🥺🥺🥺♬ เสียงต้นฉบับ – Name’s Auyary KH

আউয়ারে মিডিয়াকে বলেন,“ভাইরাল ভিডিওটি আমার দাদার। তার বয়স ১০৯ বছর। হাসপাতালে আমি তার যত্ন নেওয়ার সময় আমি তা ধারন করেছিলাম। লোকেরা আমার অনুমতি ছাড়াই আমার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি নিয়েছে। থাইল্যান্ডে তাকে খুব সম্মান করা হয়। বেচেঁ থাকলে তিনি ১৩ এপ্রিল ১১০ বছরে পা রাখতেন কিন্তু দুঃখের বিষয় তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। গত ২২ মার্চ তিনি মারা গেছেন।”

@auyary13สองวันแล้วนะที่หลวงตาไม่ยอมฉันอะไรเลย ความดันต่ำ อ่อนเพลีย คลื่นใส้ กินน้ำยังอยากจะอ้วก ทำไมดีวันเว้นวันแบบนี้น้อ!!!🥺♬ เมืองโบราณ – เพลงนวดไทย

উল্লেখ্য, আদমশুমারির তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের প্রায় ৯৪.৫ শতাংশ বৌদ্ধ। দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হল ইসলাম, যা দেশের জনসংখ্যার প্রায় ৪.১৯ শতাংশ। খ্রিস্টানরা মাত্র ১ শতাংশের বেশি। এখানে প্রায় ৪০,০০০ বৌদ্ধ মন্দির এবং প্রায় ৩০০,০০০ জন বৌদ্ধ ভিক্ষু রয়েছে।

 

আরো পড়ুন>>

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!