কবি ও ছড়াকার একুশে পদকপ্রাপ্ত ছড়ারাজ সুকুমার বড়ুয়া’র রচিত বুদ্ধ চর্চা বিষয়ক ছড়া গ্রন্থ “বুদ্ধের পথ“ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ২২ জুন, ২০২১ আনুষ্ঠানিকভাবে ছড়া বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বুদ্ধের পথ বইটি সৌগত প্রকাশন থেকে প্রকাশ করা হয়েছে। বইটিতে বুদ্ধের শিক্ষাকে ছড়া আকারে লিখিত হয়েছে। বইটি সংগ্রহ করার জন্য সৌগত প্রকাশন এর সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে।
মোডক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব কবি- লেখক সম্পদ বড়ুয়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমী পদক প্রাপ্ত কবি ও লেখক সুজন বড়ুয়া, চারুলতা সম্পাদক চারু উত্তম বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন সৌগত সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়। এ সময় কবি সুকুমার বড়ুয়ার ছেলে প্রকৌ: অরূপ রতন বড়ুয়া এবং জ্যোতি আর্য ভিক্ষুও উপস্থিত ছিলেন।