কক্সবাজারের উখিয়া উপজেলার সুসেন কুমার বড়ুয়া অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়েছেন। অধ্যক্ষ হিসেবে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে কর্মরত আছেন।
গত ২০মে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে তাঁকে উক্ত পদে আসীন করা হয়েছে।
বিসিএস ১৯৯৩ ব্যাচে শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হয়ে তিনি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে শিক্ষতা জীবনের সূচনা করেন।
পরবর্তীতে তিনি বোয়ালখালী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, রাঙ্গামাটি সরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান।
সর্বশেষ তিনি ২০১৫ সালে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে যোগ দান করেন।
উল্লেখ্য, অধ্যাপক সুসেন কুমার বড়ুয়ার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামের জন্ম জাত সন্তান।
আরো>>