অনলাই অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে, কোর অব কালচার

কোর অব কালচার Zoom App এর মাধ্যমে অনলাইনে প্রাচীন বৌদ্ধ ঐতিয্য ও সংস্কৃতির উপর অনলাইনে একটি অনুষ্ঠান করতে যাচ্ছে।

কোর অফ কালচার বিশ্ব সংস্কৃতি এবং প্রাচীন নৃত্যের ঐতিহ্য রক্ষায় নিবেদিত অলাভজনক একটি সংস্থা। সম্প্রতি সংস্থাটি হিমালয় কালচার এবং বৌদ্ধধর্মীয় আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে ”মুদ্রা এন্ড ডায়মন্ড স্পেয়ারস” শীর্ষক মুক্ত অনলাইন বক্তৃা অনুষ্ঠানের ২য় সিরিজের তারিখ ঘোষণা করেছে।

এই ইভেন্টগুলো Zoom App এর মাধ্যমে আগামী ৬, ১৩ এবং ২০ জুলাই মঙ্গলবার অনলাইন হোস্ট করা হবে:

সময়সূচী

  • সকাল ৭ টা লস অ্যাঞ্জেলেস | সকাল ৯ টা শিকাগো | সকাল ১০টা নিউইয়র্ক
  • বিকাল ৩ টা লন্ডন | সন্ধ্যা ৪ টা রোম | সন্ধ্যা ৫ টা মস্কো
  • সন্ধ্যা ৭.৩০ নয়াদিল্লি ও লেহ | সন্ধ্যা ৭.৪৫ কাঠমান্ডু | রাত ১০ টা হংকং

অনুষ্ঠানটি এক হাজার বছরের পুরানো ট্যাবো মন্দির এর তান্ত্রিক বৌদ্ধধর্মীয় রীতিনীতি তুলে ধরার জন্য  ডিজাইন করা হয়েছে।

বিহারাধ্যক্ষ, কান্দেন রিনপোচে, কোর অফ কালচার কতৃপক্ষকে প্রাচীন বজ্রধাতু রীতিনীতির বিষয়ে ডকুমেন্ট তৈরী করতে বলেছেন। পরিকল্পনা, গবেষণা এবং দল গঠনের কাজ শেষ হয়েছে।

প্রজওয়াল বজ্রাচার্য, ডাঃ থিনলস দর্জে, এবং ডাঃ ভেনা রামফাল এই তিনটি অসাধারণ বক্তাকে অনুষ্ঠানে পেয়ে কোর অব কালচার কমিটি খুবই খুশি।

আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

মুদ্রা এন্ড দ্য ডায়মন্ড স্পেয়ারস পরিচালনার জন্য রবার্ট এইচএন হু ফ্যামিলি ফাউন্ডেশন এবং কিপার ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান পেয়েছে।

আরো পড়ুন>>

বৌদ্ধ বার্তা

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!