বৌদ্ধ সংগঠন, খিয়ান্তসে ফাউন্ডেশন Goodman Lecture নামে একটি ধারাবাহিক শিক্ষা কার্যক্রম চালানোর জন্য এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলির সাথে অংশীদারি চুক্তি করেছেন। এই সিরিজের অংশ হিসেবে প্রতি মাসে অংশিদার ইউনিভার্সিটি গুলো থেকে বৌদ্ধ স্টাডিজ প্রোগ্রামগুলোর উপর লেকচার প্রদান করা হবে। লেকচার গুলো বিনামূল্যে এবং সর্বস্থরের জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। বিশেষজ্ঞগণ লেকচারগুলো একাডেমিক-ননাক্যাডেমিক ক্যাটাগরিতে বিভাজন করবেন এবং তত্ত্বগুলো শ্রোতাদের জন্য বোধগম্য ও অ্যাক্সেসযোগ্য ফর্ম্যাটে শেয়ার করবেন।
উল্লেখ্য, ২০০১ সালে ভুটানি লামা, চলচ্চিত্র নির্মাতা এবং লেখক জংসার জামায়াং খায়েন্টসে রিনপোচে কর্তৃক প্রতিষ্ঠিত খিয়ান্তসে ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা।
খিয়েন্টসে ফাউন্ডেশনের দীর্ঘ সময়ের বন্ধু ও উপদেষ্টা অধ্যাপক স্টিভেন ডি গুডম্যান (১৯৪৫-২০২০) জীবনের প্রতি সম্মান ও ধর্মের জন্য প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার লক্ষ্যে Goodman Lecture অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করে আসছিলেন। ২০২০ সালে তার মৃত্যুর পর খিয়ান্টেসে ফাউন্ডেশন অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করে।
খিয়েন্টস ফাউন্ডেশনের মতে, “তিনি তাঁর দীর্ঘ শিক্ষকতা ও সমাজসেবা মূলক জীবনে বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠান এবং বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বহু বছরের ধরে পরিষেবা দিয়ে আসছেন। এই সময়, প্রফেসর গুডম্যানের বুদ্ধি ও রসবোধ তার ছাত্র এবং সহকর্মীদের আকৃষ্ট করেছিল। তার দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে তিনি বৌদ্ধ শিক্ষার বীজ সমগ্র বিশ্বজুড়ে বিস্তৃত দর্শকের জন্য বোধগম্য করে তুলবেন। Goodman Lecture গুলো ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানিক শিক্ষায় রূপ নিয়েছে যা খায়েন্তসে ফাউন্ডেশন কর্তৃক স্পনসর করা।
প্রথম লেকচারটি প্রচারিত হবে ১২ জুন, ২০২১ রোজ শনিবার। লেকচার প্রদান করবেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের বুড্ডিস্ট স্টাডিজের অধ্যাপক ডোনাল্ড এস লোপেজ জুনিয়র আর্থার। এই লেকচারের শিরোনাম হবে “Reason and Revelation in Buddhism”। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জংগসর খায়েন্টসে রিনপোচে।
খায়েন্তেসে ফাউন্ডেশন জানিয়েছে, ভবিষ্যতের লেকচারগুলোর ব্যপারে বিশদ এবং রেজিস্ট্রেশন লিঙ্ক ইমেলে অথবা সোশ্যাল মিডিয়ায় প্রতি মাসের শুরুতে ঘোষণা করা হবে।
গুডম্যান লেকচার সিরিজের আসন্ন বক্তৃতা:
সময়: শনিবার, জুলাই ৩১, ২০২১
আলোচক: অধ্যাপক শ্রীকান্ত বহুলকর, বিশ্ববিদ্যালয়: সাবিত্রিবাঁই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় বিষয়: বেদ ও বৌদ্ধধর্ম |
সময়: বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২১
আলোচক: অধ্যাপক ডোরজি ওয়াংচুক, বিশ্ববিদ্যালয়: হামবুর্গ বিশ্ববিদ্যালয় বিষয়: বৌদ্ধধর্মকে কখন মৃত এবং কখন জীবিত বিবেচনা করা যেতে পারে? |
সময়: অক্টোবর, ২০২১
আলোচক: অধ্যাপক সারাহ এইচ জ্যাকোবি, বিশ্বাবিদ্যালয়: নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বিষয়: The Relatable and Extraordinary Life of Sera Khandro Dewé Dorjé |
সময়: নভেম্বর, ২০২২
আলোচক: প্রফেসর ইম্রে হামার, বিশ্ববিদ্যালয়: এটভিস লরান্ড বিশ্ববিদ্যালয় বিষয়: The Role of Samantabhadra Bodhisattva in Buddhist Practice |
সময়: ডিসেম্বর, ২০২১
আলোচক: প্রফেসর পিটার স্কিলিং (ভদ্র রুজিরাহাট), বিশ্ববিদ্যালয়: চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বিষয়: uddhist Canons: A Survey |
সময়: জানুয়ারী, ২০২২
আলোচক: প্রফেসর অ্যানি সি ক্লেইন (রিগজিন ড্রলমা), বিশ্ববিদ্যালয়: রাইস ইউনিভার্সিটি বিষয়: Being Human and a Buddha Too: Longchenpa’s Open Secret |
সময়: ফেব্রুয়ারী, ২০২২
আলোচক: ড. এভিয়াটার শুলম্যান, বিশ্ববিদ্যালয়: জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয় বিষয়: On Creating the Early Discourses (Suttas) of the Buddha |
সময়: মার্চ, ২০২২
আলোচক: ড. নওমি অ্যাপলটন বিশ্ববিদ্যালয়: এডিনবার্গ বিশ্ববিদ্যালয়। বিষয়: Narrative Buddhology: Explorations of Indian Buddhist Literature |
সময়: এপ্রিল, ২০২২
আলোচক: ভেন. অধ্যাপক কে.এল. ধম্মজ্যোতি, বিশ্ববিদ্যালয়: হংকং বুদ্ধ ধর্ম কেন্দ্র। |
জংসার খিয়ন্তসে ২০২০ সালের এক বিবৃতিতে বলেছিলেন, “স্টিভেন ডি গুডম্যান বেশ কয়েকটি তিব্বতি বৌদ্ধ শিক্ষকের অনুবাদক হিসাবে কাজ করেছিলেন, যার মধ্যে জংসার খিয়েন্টসে, তেনজিন ওয়াঙ্গিয়াল, ভাকা তুলকু, থিনলে নরবু এবং লামা থারচিন অন্যতম। তাঁর হাত ধরেই ইউরোপ ও আমেরিকাতে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রসার ও প্রচার। গুডম্যান এর প্রয়ান বৌদ্ধধর্মের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
আরো পড়ুন>>
- শান্তি পুরষ্কার জিতেছেন বৌদ্ধ ভিক্ষুণী।
- প্রথমবার হোয়াইট হাউসে বৈশাখী পূর্ণিমা উদযাপন।
- বাংলাদেশ যদি ভুটান হতো!