কক্সবাজারের রামু উপজেলার কেন্দ্রিয় সীমা বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ ধর্মবোধি ভিক্ষু পরলোক গমন করেছেন (আনিচ্চ বত সংখারা…)।
২৯ জুন, ২০২১ ইং দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের সময় ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন। ধর্মবোধি ভিক্ষু অত্যান্ত স্নেহ প্রবণ, শান্ত ও অময়িক মানুষ ছিলেন। আমরা তার নির্বাণ শান্তি কামনা করছি।
ভান্তের অন্তেষ্টিক্রিয়া কখন সম্পন্ন হবে সে বিষয়ে এখনো জানা যায়নি।
আরো পড়ুন>>
- পানছড়িতে বৌদ্ধ ভিক্ষু আহত।
- অনিত্য সংবাদঃ প্রজ্ঞালোক স্থবির পরলোক গমন করেছেন।
- গাছ থেকে পড়ে বড়ুয়া শিশুর মৃত্যু।
- সকল বন্দনা এক সাথে।
- শীল ও প্রার্থনা।
- সকল সূত্র এক সাথে।