মিরশ্বরাই দমদমা নবাবপুরে আম গাছ থেকে পড়ে এক শিশুর অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। চট্রগ্রাম জেলার মিরশ্বরাই দমদমা নবাবপুর নিবাসী (মানিক দারোগার বাড়ী) জিশু বড়ুয়ার দ্বিতীয় সন্তান বাবু দিগন্ত বড়ুয়া গাছ থেকে পড়ে আহত হয়। জানা গেছে সে মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তখরন হয়েছে। সময়ক্ষেপন না করে তড়িৎ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় হাসপাতালে আজ (১০/০৫/২০২১) ভোর ৪:৩০ ঘটিকায় পরলোক গমন করেছে। ছেলেটি চির সত্য মৃত্যুকে জয় করতে পারেনি। অনিচ্ছাবতা সাংখারা….।
মায়ানীতে তার অনিত্য সভার অয়োজন হবে সূত্র বলেছে।
উল্লেখ্য, বাংলাদেশে গ্রীষ্ম ঋতুতে প্রচুর দেশিয় ফলমূল উৎপন্ন হয়। এই সময় সকলে গাছে উঠে ফল পাড়তে ও খেতে পছন্দ করে। এই ফলের মৌসুমে গাছ থেকে পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ে। এই ঝুকিতে থাকে শিশু ও কিশোরেরা সবচেয়ে বেশি। এই সময় শিশু ও কিশোরদের গাছে ওঠার ব্যপারে সতর্ক করা উচিত।